পরীক্ষা প্রস্তুতি

Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর আনতে ফলো করো এই টিপস, প্রতিটি বিষয়ে পাবে দারুণ নম্বর

Share

আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক যেহেতু শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা তাই এই পরীক্ষা নিয়ে চিন্তায় থাকে অনেকেই। বোর্ড পরীক্ষায় ভালো নম্বর পাওয়া অত্যন্ত জরুরি। মাধ্যমিক বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরবর্তীতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রে প্রয়োজন হয়। তাই এই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া আবশ্যক। পরীক্ষার খাতায় কি কি টিপস ব্যবহার করলে সহজেই পাওয়া যায় ভালো নম্বর আজকের প্রতিবেদনে সেটাই উল্লেখ করা হল।

❖ প্রথমত পরীক্ষার খাতাটি পরিষ্কারভাবে সাজাতে হবে। লেখাগুলি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। প্রয়োজনীয় চিত্রগুলি স্বচ্ছ ভাবে খাতায় আঁকতে হবে।

❖ প্রশ্নপত্র সম্পূর্ণভাবে পড়ার পর যে প্রশ্নগুলির উত্তর জানা আছে সেগুলি আগে লিখে নিতে হবে। এতে সন্দেহজনক প্রশ্নগুলির উত্তর লেখার ক্ষেত্রে বাড়তি সময় পাওয়া যাবে।

❖ প্রশ্নের উত্তর লেখার সময় প্রতিটি প্রশ্নের দাগ নম্বর সঠিকভাবে লিখতে হবে। এতে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর বুঝতে পরীক্ষকের সুবিধা হবে।

❖ পরীক্ষার খাতায় অহেতুক কোন ছক বা দাগ কাটার প্রয়োজন নেই। লেখার সুবিধার্থে যেটুকু প্রয়োজন সেটুকু অংশে ছক বা দাগ কাটলে খাতা দেখতে সুন্দর হবে।

❖ নির্দিষ্ট দূরত্বে পরিষ্কারভাবে মার্জিন দিলে লেখার অংশটি পরীক্ষকের কাছে দৃষ্টিনন্দন হবে। এর ফলে পরীক্ষক ধৈর্য সহকারে খাতাটি পরীক্ষা করবেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024

❖ প্রতিটি প্রশ্নের উত্তর বিষয়ভিত্তিকভাবে নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে লিখতে হবে। বিষয়বস্তুর বাইরে অত্যাধিক বাক্য লেখার প্রয়োজন নেই।

❖ ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি বানান গুলি লেখায় বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বানান গুলি নির্ভুল হয় এবং পরীক্ষকের বুঝতে সুবিধা হয়।

❖ অংক পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি অংক পরিষ্কারভাবে খাতায় কষতে হবে। সংখ্যাগুলি নির্দিষ্ট দূরত্বে পরিষ্কারভাবে লিখতে হবে। স্বচ্ছ ভাবে প্রতিটি চিহ্নের ব্যবহার করতে হবে। জ্যামিতিক চিত্রগুলি স্পষ্ট ভাবে আঁকতে হবে।

❖ ভূগোল বিষয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় চিত্রগুলি নির্দিষ্ট উত্তরের পাশেই পরিষ্কার পেন্সিলে স্বচ্ছ ভাবে আঁকতে হবে। চিত্রের নিচে চিত্রের নাম বা বিষয়বস্তু উল্লেখ করতে হবে।

❖ জীবন বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিত্রগুলি পরিষ্কারভাবে আঁকতে হবে। প্রয়োজনীয় জিনিসগুলি স্বচ্ছ ভাবে চিহ্নিত করতে হবে যাতে পরীক্ষকের বুঝতে সুবিধা হয়।

❖ ভৌত বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক ফর্মুলা বা বিক্রিয়ার সাংকেতিক বিবরণ পরিষ্কারভাবে লিখতে হবে। অপ্রয়োজনীয় বিষয় লিখে প্রশ্নের উত্তরকে দীর্ঘায়িত করা চলবে না।

❖ বাংলা পরীক্ষায় প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে রচনাটি বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। সেগুলি পয়েন্ট আকারে সুন্দর ভাবে লিখতে হবে।

সর্বোপরি খেয়াল রাখতে হবে পরীক্ষার খাতায় নাম, রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি পরিচ্ছন্নভাবে লিখতে হবে। খাতা জমা দেওয়ার আগে ব্যবহার করা লুজ শিট গুলি মূল খাতার সঙ্গে ভালোভাবে বেঁধে নিতে হবে। সারা বছর ধরে বিভিন্ন বিষয়ের যে প্রয়োজনীয় বিষয়বস্তু গুলি নিজে অধ্যায়ন করেছ পরীক্ষায় আসা প্রশ্ন অনুযায়ী সেগুলিকেই ভালোভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। এভাবেই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে প্রতিটি প্রশ্নের বিষয়ভিত্তিক উত্তর সুন্দরভাবে সাজিয়ে লিখলে এবং প্রয়োজনীয় চিত্র অঙ্কন করলে প্রতিটি পরীক্ষায় ভালো নম্বর আসবে।

সর্ব শেষ প্রকাশিত

অষ্টম শ্রেণী পাশে চুক্তিভিত্তিক কাজের সুযোগ, মাসিক বেতন ২০ হাজার টাকা

কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানিতে চাকরির সুযোগ। অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানির ক্যান্টিনে…

4 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 15 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

7 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২১

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

22 hours ago

ভারতের জাতীয় প্রতীক | National Symbol of India

ভারতের জাতীয় প্রতীক: ১৯৪৭ সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের থেকে দেশ ভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 14 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১০

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago