শিক্ষার খবর

Madhyamik 2024: শেষ মুহূর্তে আপডেট দিল পর্ষদ! ২০০ টি পরীক্ষা কেন্দ্র বাতিল, নয়া সমস্যার মুখে পরীক্ষার্থীরা

Share

মাস ফুরোলেই মাধ্যমিক। আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৪। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন ছাত্রছাত্রীরা। চলছে জোরকদমে পড়াশোনা। এর মধ্যে নতুন একটি আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মাধ্যমিকে মোট ২০০ টি পরীক্ষা কেন্দ্র বাতিল করল পর্ষদ। কম পরীক্ষা কেন্দ্রেই আয়োজিত হবে চলতি বছরের মাধ্যমিক। পরিকাঠামোরগত দিক গুলি ভালোভাবে খতিয়ে দেখছে পর্ষদ। যদিও নয়া এই আপডেট পাওয়ার পর চিন্তায় পড়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা।

পর্ষদ সূত্রে খবর, চলতি বছরের মাধ্যমিকে বসতে চলেছেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। আগের বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলেই খবর। ২০২৩ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষের কাছাকাছি। চলতি বছর আরও তিন লক্ষ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে বলে জানায় পর্ষদ। অন্য দিকে, গত বছরের তুলনায় এবছর ভেন্যুর সংখ্যা কমেছে। গত বছর প্রধান ভেন্যু ও সাব ভেন্যু মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২,৮৬৭ টি। এবছর ২০০ টি কেন্দ্র কমে সর্বমোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হয়েছে ২,৬৭৫ টি। সূত্রের খবর, এবছর ২৪০ টি প্রধান ভেন্যু কমিয়ে ৪৮ টি সাব ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে। অতএব চলতি বছরের পরিসংখ্যান বলছে, পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ও ভেন্যুর সংখ্যা কমেছে। তাই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে বিশেষভাবে ভাবছেন পর্ষদ অধিকর্তারা।

আরও পড়ুনঃ মাধ্যমিক স্তরের পাঠ্যবইতে এবার QR Code

কিন্তু ঠিক কোন কারণে বাতিল করা হলো ভেন্যুগুলি? পরীক্ষা সংগঠকরা জানিয়েছেন, বাতিল হওয়া ভেন্যুগুলিতে ছিল উপযুক্ত পরিকাঠামোর অভাব। অধিকাংশ স্কুলেই নেই সিসিটিভির জন্য পরিকাঠামো। বেশ কিছু স্কুলে পাঁচিল বা বাউন্ডারি দেওয়াল নেই। অনেক স্কুলেই প্রশ্নপত্র নিয়ে প্রবেশ করার জন্য প্রশস্ত পথ নেই। এছাড়া, ভালনারেবেল স্কুলগুলিকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়নি। তিনটি আবশ্যিক শর্ত যে সমস্ত স্কুলগুলি পূরণ করতে ব্যর্থ ছিল, তাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, এবছর কোনো স্কুলকেই একক কেন্দ্র হিসেবে রাখা হয়নি। কোনো না কোনো প্রধান কেন্দ্রের অধীনে রাখা হয়েছে স্কুলগুলিকে। যদিও প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে। অতএব বোঝাই যাচ্ছে নিরাপত্তা সুনিশ্চিতকরণে ও আঁটোসাঁটো নজরদারি বজায় রাখতে পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত সিদ্ধান্তগুলি নিয়েছে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় যাতে কোনোরকম ফাঁকফোকর না থাকে সে বিষয়ে প্রথম থেকেই সতর্ক হচ্ছেন পর্ষদ অধিকর্তারা।

This post was last modified on January 13, 2024 2:06 pm

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২২

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

8 hours ago

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং সংস্থার পক্ষ থেকে বেশ…

12 hours ago

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৪ হাজার টাকা

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজেক্ট ভিত্তিক কর্মী…

15 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 16 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

18 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

বদল হবে না WBCS -এর সিলেবাস! পরীক্ষা হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম পরীক্ষা হলো ডব্লিউবিসিএস পরীক্ষা।…

1 day ago