মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন ২০২৫ | এই প্রশ্নগুলো পড়ে গেলে পরীক্ষায় বাজিমাত

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাত পোহালেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে রাজ্যের প্রায় ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টিম এক্সাম বাংলা মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন প্রকাশ করল।

যেকোনো বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য পাঠ্য পুস্তক পড়া অত্যন্ত জরুরী, টেক্সট বই খুঁটিয়ে পড়ার বিকল্প কিছু হয় না। তবে বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে 2025 সালের মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন তৈরী করা হয়েছে। এই লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন উত্তরগুলি শেষ বারের জন্য রিভিশন করে নেওয়া দরকার। মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছো তার ওপর ভিত্তি করে তোমরা পরীক্ষায় উত্তর লিখতে পারবে। তবে এই লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলি তোমরা একবার দেখে নেবে।

---Advertisement---

দাগ নম্বর ও প্রশ্নের মান অনুযায়ী কিছু কিছু প্রশ্ন দেওয়া হলো, তবে মূল পিডিএফ টিতে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে।

3) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান ৩)

১) ‘আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা’- লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? সেখানে তাঁর কী অভিজ্ঞতা হয়েছিল?
২) ‘আপনি কি ভগবানের চেয়েও বড়?’- বক্তা কে? তিনি কার উদ্দেশ্যে কেন একথা বলেছেন?
অথবা, ‘আপনি কি ভগবানের চেয়েও বড়?’- কাকে একথা বলা হয়েছে? কেন বলা হয়েছে?
৩) ‘ঘুচাব এ অপবাদ’- কে, কোন অপবাদ কীভাবে ঘোচাতে চেয়েছেন?

4) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান ৫)

১) ‘নদীর বিদ্রোহ’- গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও।
২) “ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে?”- খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে? তা কে, কাকে, কীভাবে শিখিয়েছে?
৩) ‘মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।’- আজ বলতে কোন দিনটির কথা বোঝানো হয়েছে? দিনটিকে ‘জীবনের সবচেয়ে দুঃখের’ বলার কারণ কী?

---Advertisement---

আরও পড়ুনঃ মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা ও প্রতিবেদন রচনা সাজেশন ২০২৫

5) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান ৫)

১) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’- কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও।
২) “তারপর যুদ্ধ এল”- যুদ্ধ কীসের মতো এসেছিল? এই যুদ্ধের পরিণতি কী হয়েছিল?
৩) ‘হায় ছায়াবৃতা’- ছায়াবৃতা বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখ।

6) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান ৫)

১) “আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন”- ‘শব্দের ত্রিবিধ কথা’ কী কী? সে সম্বন্ধে লেখক কী বলেছেন?
২) “কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর”- বিষয়টি ব্যাখ্যা করো।
৩) “মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান।”- কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও।

7) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান ৪)

১) ‘সিরাজদ্দৌল্লা’ নাট্যাংশের সিরাজদ্দৌল্লা চরিত্রটি আলোচনা করো।
অথবা, সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি বিশ্লেষণ করো।
২) ‘আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো’- কে, কেন এই মন্তব্য করেছেন? কোন অক্ষমতার কথা ব্যক্ত করেছেন?

Candidates can click on the link provided here to download last minute suggestion. To get madhyamik all subject suggestion please visit suggestion category.

---Advertisement---

Madhyamik Bengali Suggestion Download

আরও পড়ুন

মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন ২০২৬ । Madhyamik Bangla Suggestion 2026 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬ | Madhyamik Physical Science Suggestion 2026 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 | Madhyamik Geography Suggestion 2026 মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026 | Madhyamik Life Science Suggestion 2026