কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। অপেক্ষার প্রহর গুনছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করা হলো। এর পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
[quads id=16]
মাধ্যমিকের এডমিট কার্ড ২০২৫
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। বাকি নেই আর একটা মাসও। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে এটি। সেই কারণে এই সময়ে ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
কবে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে?
মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে, ৩০শে জানুয়ারি সকাল ১১টা থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হতে চলেছে। এটি চলবে ওইদিন বিকাল ৫টা পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জেলায় জেলায় অ্যাডমিট কার্ড বিতরণের ক্যাম্প তৈরি করা হবে। এই ক্যাম্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড।
এই অ্যাডমিট কার্ডে কোনরকম ভুলভ্রান্তি থাকলে, বিদ্যালয় কর্তৃপক্ষকে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে সম্পূর্ণ অফলাইন ভাবে দরখাস্ত করতে হবে। এক্ষেত্রে কোন রকম অনলাইন আবেদন গৃহীত হবে না বলে জানানো হয়েছে।
অ্যাডমিট কার্ড বিতরণের দিন ঘোষণার পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থা আসতে চলেছে। অনেক বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষার জন্য আলাদা করে লেখক বা লেখিকার ব্যবস্থা করেন না। এর ফলে ছাত্র-ছাত্রীদের উত্তরপত্রে লাইন অনেক সময় বেঁকে যায়। যে কারণে খাতা দেখার সময় সমস্যায় পড়তে হয় শিক্ষক-শিক্ষিকাকে। এই সমস্যার সমাধানের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বছরে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য রুল টানা উত্তরপত্রের ব্যবস্থা করা হবে। এই বিশেষ উত্তরপত্রের উপরে লেখা ‘সিডব্লিউএসএন’ নাম থেকেই এটিকে শনাক্ত করা যাবে।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৫
[quads id=16]
এর পাশাপাশি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীতে ওঠার পর আলাদা করে রেজিস্ট্রেশন করার কথা জানানো হয়েছিল পর্ষদের পক্ষ থেকে। এক্ষেত্রে ৯,৩২৬টি বিদ্যালয় সঠিকভাবে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পন্ন করলেও, বহু বিদ্যালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি বলে জানা গিয়েছে। এই উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আবারও ১৬ই জানুয়ারি সকাল ১১টা থেকে বিদ্যালয় গুলিকে পুনরায় রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলবে ৫ই ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সকল বিদ্যালয়গুলিকে অনলাইন মাধ্যমে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশনের জন্য কিছু ফাইন দিতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে।






