শিক্ষার খবর

আজ শুরু হচ্ছে মাধ্যমিক 2023! সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনায় তৎপর মধ্যশিক্ষা পর্ষদ!

Advertisement

আজ ২৩শে ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে চলেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা। পর্ষদ সূত্রে জানা গেছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী। কড়া নিরাপত্তায় মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় তৎপর মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য প্রশাসন।

বিগত বছরগুলির কোভিড পরিস্থিতি কাটিয়ে এবছর ফের মাধ্যমিকের আয়োজন হয়েছে রাজ্যে। পরীক্ষার নজরদারিতে থাকছেন প্রায় ৩৫ হাজার ইনভিজিলেটর। থাকছে ৬৪১টি সাব ভেন্যু ও ১২২৬টি সেন্টার। সম্প্রতি সাংবাদিক বৈঠকে পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিপর্ব শেষ হয়েছে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে বসেছে ন্যুনতম তিনটি সিসিটিভি ক্যামেরা। অর্থাৎ গোটা পরীক্ষায় চলবে সিসিটিভি নজরদারি। এছাড়া থাকবে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা কেন্দ্রে থাকছে ‘সিক রুম’। প্রয়োজনীয় পরিস্থিতিতে থাকবেন স্বাস্থ্যকর্মীরাও। এছাড়া পরীক্ষা চলাকালীন তদারকির জন্য উপস্থিত হবেন পর্ষদ আধিকারিকরা।

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে জানিয়ে দিল পর্ষদ

এবারের মাধ্যমিক পরীক্ষায় বিশেষ নজরদারি চালানো হবে অ্যাপের মাধ্যমে। যাতে সকল পরিস্থিতিতে খবর রাখা সম্ভব হয়। পরীক্ষা কেন্দ্রে অশান্তি সৃষ্টি করলে সেক্ষেত্রে কঠিন শাস্তির মুখে পড়বেন পরীক্ষার্থীরা। এমনকি তাঁদের রেজাল্ট আটকে রাখা হতে পারে। মাধ্যমিক পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না পোহাতে হয় তাই পরিবহন ব্যবস্থার দিকেও নজর রাখা হচ্ছে। সেক্ষেত্রে পরীক্ষার দিন চলবে অতিরিক্ত ট্রেন, বাস, মেট্রো। এছাড়া ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে রেলের তরফে।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

মাধ্যমিক পরীক্ষার জন্য চালু করা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া যে কোনো অসুবিধায় পর্ষদের দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন পরীক্ষার্থীরা। মোট কথা এক সুসংবদ্ধ পদ্ধতিতে মোড়া হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষাকে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, পর্ষদের তরফে জানানো হয়েছে মে মাসের শেষ সপ্তাহ নাগাদ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে।

join Telegram

Related Articles