মাধ্যমিক ভূগোল মানচিত্রে ভয়? এই মানচিত্রগুলো করে গেলেই পরীক্ষায় বাজিমাত

Published By: ExamBangla.com | Published On:
Share:

আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। ছাত্র- ছাত্রীরা ইতিমধ্যেই যথেষ্ট মনোযোগ সহকারে লেখাপড়া করছে। মাধ্যমিক ভূগোল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ম্যাপ পয়েন্টিং। অনেক ছাত্র- ছাত্রীদের মধ্যে ভূগোল ম্যাপ পয়েন্টিং নিয়ে ভয় থাকে, কোনটা আসবে, কোনটা আসবে না। তবে এবার আর কোনো চিন্তা নেই। টিম এক্সাম বাংলা -র অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকা মণ্ডলী দ্বারা ২০২৫ সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ম্যাপ পয়েন্টিং সাজেশন প্রকাশ করা হলো।

---Advertisement---

বিগত বছরের মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র থেকে ট্রেন্ডস এনালাইসিস করে ২০২৫ সালের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূগোল ম্যাপ পয়েন্টিং দেওয়া হলো। এই ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে প্রস্তুতি নিয়ে গেলেই পরিক্ষায় বাজিমাত হবে।

মাধ্যমিক ভূগোল পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং থেকে মোট ১০ নম্বরের প্রশ্ন আসে। আর ম্যাপ পয়েন্টিং করতে না পারলে ১০ নম্বর মিস হয়ে যাবে। তাই নীচে দেওয়া গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে।

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশন

১) পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র
২) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
৩) কাশ্মীর উপত্যকা
৪) ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল
৫) ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল
৬) পক প্রণালী
৭) সাতপুরা পর্বত
৮) উত্তর-পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
৯) লোকটাক হ্রদ

মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 পিডিএফ

১০) একটি কফি উৎপাদক অঞ্চল
১১) একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
১২) কাবেরী নদী
১৩) ইন্দিরা পয়েন্ট
১৪) হলদিয়া বন্দর
১৫) গোদাবরী নদী
১৬) কচ্ছের রণ
১৭) আরাবল্লী পর্বত
১৮) করমন্ডল উপকূল
১৯) মান্নার উপসাগর
২০) একটি শুল্কমুক্ত বন্দর (কান্দালা)
২১) নতুন দিল্লি
২২) বিন্ধ্য পর্বত
২৩) পোর্ট ব্লেয়ার
২৪) বিশাখাপত্তনম
২৫) ভারতের সবচেয়ে কম জনসংখ্যা যুক্ত রাজ্য
২৬) ভারতের প্রবেশদ্বার
২৭) ভারতের ম্যাঞ্চেস্টার

---Advertisement---

মাধ্যমিক ইতিহাসে ভয়? ৮ নম্বরের এই প্রশ্নগুলি পড়ে গেলেই পরীক্ষায় বাজিমাত

২৮) ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র
২৯) মালাবার উপকূল
৩০) কাম্বে বা খাম্বাত উপসাগর
৩১) একটি মরু মৃত্তিকা অঞ্চল
৩২) একটি গম উৎপাদক অঞ্চল
৩৩) ভারতের হাইটেক বন্দর
৩৪) পশ্চিম উপকূলের একটি মহানগর
৩৫) পূর্ব ভারতে একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র
৩৬) ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র
৩৭) K2 পর্বতশৃঙ্গ
৩৮) দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
৩৯) লুনি নদী
৪০) নীলগিরি পর্বত
৪১) তাপ্তি নদী
৪২) প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
৪৩) ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র
৪৪) কৃষ্ণা নদী
৪৫) ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল
৪৬) শিবালিক পর্বত
৪৭) মহানদী
৪৮) ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল
৪৯) ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল

---Advertisement---

মাধ্যমিক সাজেশন 2025 

মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে। তাই শেষ কয়েকদিনে নিজের সেরাটা দিয়ে প্রস্তুতি নাও।

আরও পড়ুন

মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন ২০২৬ । Madhyamik Bangla Suggestion 2026 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬ | Madhyamik Physical Science Suggestion 2026 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 | Madhyamik Geography Suggestion 2026 মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026 | Madhyamik Life Science Suggestion 2026