মাধ্যমিক সাজেশন 2024

মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 pdf

Share

মাধ্যমিক ভূগোল সাজেশন 2024: প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ডাউনলোড করুন “মাধ্যমিক ভূগোল সাজেশন PDF“। মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই ভূগোল সাজেশন 2024 PDF তৈরী করেছেন। এই ভূগোল সাজেশনটি ২০২৪ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই মাধ্যমিক ভূগোল সাজেশন PDF টিতে।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় Exam Bangla Publication -এর সাজেশন গুলি থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসেছে। তাই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি জোরদার করতে আজকেই মাধ্যমিক সাজেশন ২০২৪ pdf ডাউনলোড করে নাও।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2024

Madhyamik Geography Suggestion 2024
বিষয় ভূগোল
পরীক্ষার সম্ভাব্য তারিখ৬ ফেব্রুয়ারী, ২০২৪
সাজেশন ফাইলপিডিএফ
ডাউনলোড লিংকনীচে দেওয়া আছে

Dear students, Today we are going to share Madhyamik Geography Suggestion 2024 PDF. This suggestion is created by Exam Bangla Editorial Team. You can download Madhyamik Geography Suggestion 2024 (free of cost).

অনধিক তিনটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ২)

1) বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়?
2) পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো?
3) নদীর বোঝা (River load) বলতে কি বোঝ?
4) বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও।
5) অথবা, বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়?
6) শহরাঞ্চল ও শিল্পাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়।- কারণ ব্যাখ্যা করো।
7) ধারণ অববাহিকা কী?
8) নিউফাউন্ডল্যান্ড মৎস্যচাষের অনুকূল কেন? অথবা, গ্র্যান্ড ব্যাংক মৎস্যচাষের অনুকূল কেন?
9) নদীর কাজ কী কী?
10) নদীর ষষ্ঠঘাতের সূত্র কী?
11) কিউসেক ও কিউমেক কী?
12) নদীবাঁক বা মিয়েন্ডার কাকে বলে?
13) নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়?
14) সমপ্রায় ভূমি কাকে বলে?
15) সুন্দরবন অঞ্চলে নদীগুলিতে খালি দেখা যায় কেন?
16) কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়?
17) অবঘর্ষ প্রক্রিয়া কী?
18) হিমরেখা কাকে বলে?
19) অধঃক্ষেপণ কাকে বলে?
20) নবীন ভঙ্গিল পরবর্তী অসংখ্য গিরিখাত গড়ে ওঠে কেন?
21) হিমশৈল কাকে বলে?
22) ড্রামলিন কী?
23) “হিমবাহে অধ্যুষিত অঞ্চলে ভ্রমণ বিপজ্জনক ও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়”-কারণ ব্যাখ্যা করো।
24) মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন?
25) বায়ুর অববর্ষ ক্ষয় প্রক্রিয়া ভূমি থেকে সামান্য উপরে অধিক কার্যকরী হয় কেন?
26) ফেরেলের সূত্র কী?
27) ওজোনস্তরের সংকোচন কীভাবে হচ্ছে?
28) কেন জেট বিমানগুলি স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে?
29) সমোষ্ণ রেখা কাকে বলে?
30) অ্যালবেডো কী?
31) কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম করো।
32) ‘উষ্ণতার স্বাভাবিক হ্রাস-হার’ বা ‘উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার’ কাকে বলে?
33) সমচাপরেখা বা সমপ্রেষরেখা কাকে বলে?
34) চিনুক কী?

মাধ্যমিক ২০২৪ সাজেশন ডাউনলোড (All Subject) 

মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 pdf

35) প্রতীপ ঘূর্ণাবাত কাকে বলে?
36) নগ্নীভবন কী?
37) জৈব গ্যাস বা বায়োগ্যাস কী?
38) বিশ্বের উন্নত দেশগুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয়?
39) ‘ওশান ডাম্পিং’ কী?
40) বর্জ্য দূষণকে ‘তৃতীয় দূষণ’ বলা হয় কেন?
41) কৃষিকাজ বলতে কী বোঝ?
42) অনুসারী শিল্প কাকে বলে?
43) দুন বলতে কী বোঝ?
44) পুনঃরপ্তানি বন্দর কাকে বলে?
45) রণ বা রাণ কাকে বলে?
46) হিমালয়ের সিনটেকসিয়াল বাঁক বলতে কী বোঝ?
47) উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদ নদীর মতো জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী নয় কেন?
48) পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রভেদ কী?
49) তাল কী?
50) ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে?
51) মোটরগাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন-ভিত্তিক শিল্প বলা হয় কেন?
52) শিপিং লাইন ও শিপিং লেন কী?
53) কোন দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তরাখন্ড ও ছত্রিশগড় রাজ্য দুটির সৃষ্টি হয়েছে?
54) ভারতের উত্তর-দক্ষিণে এবং পূর্ব-পশ্চিমে বিস্তার কত?
55) আয়তন অনুসারে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?
56) ভারতের চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো।
57) ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী ও সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী দেশ দুটির নাম লেখো।
58) ম্যাকমোহন লাইন ও রেডক্লিফ লাইন কী?
59) SAARC কী?
60) কৃষি উন্নয়নে রেলপথের ভূমিকা কতখানি?
61) উত্তর ভারতের সমভূমিকে ‘ভারতের শস্যভান্ডার’ বলা হয় কেন?
62) কয়াল কী?
63) সবুজ বিপ্লব কী?
64) দক্ষিণ ভারতের যে-কোনো দুটি গিরিপথের নাম করো।
65) অর্থকারী ফসল কী?
66) ভাবর অঞ্চল বলতে কী বোঝ?
67) হামাদা কী?
68) গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখানদীর নাম করো।
69) দক্ষিণ ভারতের কোন কোন নদীর মোহনায় বদ্বীপ আছে?
70) ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? এর দুটি উপনদীর নাম করো।
71) হীরক চতুর্ভুজ (Diamond Quadrilateral) প্রকল্প কী?
72) পশ্চাদভূমি কাকে বলে?
73) গোদাবরীর কয়েকটি উপনদী ও শাখানদীর নাম করো।
74) খাম্বাত উপসাগরে এসে মিশেছে এরূপ দুটি নদীর নাম লেখো।

Madhyamik Geography Suggestion 2024

নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৪)

1) জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। অথবা, জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো।
2) গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কী বোঝো? গৃহস্থালির বর্জ্য পদার্থগুলির প্রকারভেদ সম্পর্কে ধারণা দাও।
3) গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?
4) ইউট্রোফিকেশন কী?
5) বিদ্যালয় আমরা কী কী ধরনের বর্জ্যের সম্মুখীন হই?
6) চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কী জানো?
7) বৈদ্যুতিন বর্জ্য (Electronic Weast) কী?
8) বর্জ্য পদার্থ কাকে বলে? প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো।

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪

নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৫)

1) বায়ু প্রবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
2) বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
3) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
4) পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিহত বায়ু প্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা, ভূমন্ডলীয় বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে বায়ুপ্রবাহের শ্রেণিবিভাগ করো।
5) ‘জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়।’- ব্যাখ্যা করো। অথবা, জলপ্রপাতের পশ্চাদপসরণ হয় কেন?
6) পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও এবং সৃষ্টির কারণ আলোচনা করো।
7) জলবায়ু পরিবর্তন কীভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমুর দ্বীপকে প্রভাবিত করেছে? অথবা, জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে?
8) রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো।
9) বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।
10) হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।
11) বায়ুমন্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কী কী?
12) বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 FAQ

Q: মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 pdf কীভাবে ডাউনলোড করবো?

Ans: মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 pdf ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। Join Now

Q: মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 pdf পেতে গেলে কি টাকা লাগবে?

Ans: না, মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 pdf পেতে গেলে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF: Click Here

This post was last modified on December 6, 2023 3:00 pm

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৯

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

56 mins ago

SSC নিয়োগ দুর্নীতির আঁচ রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে! বাতিল হবে অধ্যাপকদের চাকরি?

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। ফলকনামা…

5 hours ago

WB Gram Panchayat Recruitment: গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হবে জুন মাসে

পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভাগের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্যপদে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রক্রিয়া…

8 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 09 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

11 hours ago

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের…

1 day ago

HS Result 2024 LIVE | প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪।…

1 day ago