চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 | Madhyamik Geography Suggestion 2026

ছাত্র- ছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বোর্ড এক্সাম হল মাধ্যমিক। তাই এই পরীক্ষায় সবদিকে যাতে প্রস্তুতি থাকে সেরা, সেদিকে বিশেষ নজর দিতে হবে। ছাত্র- ছাত্রীদের প্রস্তুতিকে সাফল্যের দিকে আরও একধাপ এগিয়ে দিতে ExamBangla.com প্রকাশ করল মাধ্যমিক ভূগোল সাজেশন 2026। এখানে রয়েছে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নের সম্ভার।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2026

এই Chapter-wise Geography Suggestion অংশে প্রতিটি অধ্যায় থেকে পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন বাছাই করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সীমিত সময়ে সঠিক বিষয়গুলোর উপর মনোযোগ দিতে পারে। অধ্যায়ভিত্তিক ভাবে বাছাই করা এই মডেল প্রশ্নোত্তর ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেতে সাহায্য করবে।

১ম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) গঙ্গা নদীর বিস্তার কত দূর? উত্তরঃ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে বঙ্গোপসাগর।
2) নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়? উত্তরঃ সমুদ্রপৃষ্ট।
3) বায়ু দ্বারা বালির স্থানান্তরকে কী বলে? উত্তরঃ অবধৌত।
4) মরুস্থলী শব্দের অর্থ কি? উত্তরঃ মৃতের দেশ।
5) পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তরঃ সাহারা।
6) পৃথিবীর সর্বাধিক লোয়েস সঞ্চয় কোথায় হয়? উত্তরঃ চীনের হোয়াংহো নদীতে।
7) কোন কোন অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়? উত্তরঃ মরু ও সমুদ্র উপকূল অঞ্চলে।
8) হিমবাহের গতিবেগ কেমন? উত্তরঃ ধীর।
9) হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট U-আকৃতির উপত্যকাকে কী বলে? উত্তরঃ হিমদ্রোণী।
10) হিমবাহ দ্বারা সৃষ্ট অর্ধগোলাকার খাদকে কী বলে? উত্তরঃ সার্ক।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ২)
1) পর্যায়নের সংজ্ঞা দাও।
2) হিমশৈল কাকে বলে?
3) ডেকানট্র্যাপ কাকে বলে?
4) ‘দুন’ বলতে কী বোঝ?
5) মগ্নচড়া কী?
6) ড্রামলিন কী?
7) বার্গস্রুন্ড বলতে কী বোঝ?

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ৩)
1) বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি কি কি?
2) সব নদীর মোহনায় ব-দ্বীপ গঠিত হয় না কেন? ★
3) অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়?
4) মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?
5) তির্যক বালিয়াড়ি ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির তিনটি পার্থক্য উল্লেখ করো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান- ৫)
1) নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যেকোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
2) বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যেকোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।

২য় অধ্যায়ঃ বায়ুমন্ডল

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন হয়? উত্তরঃ ট্রপোস্ফিয়ার
2) ওজোন স্তর কোন গ্যাস দ্বারা গঠিত? উত্তরঃ ওজোন (O3)
3) ওজোন গ্যাসের ঘনত্ব কোন্ এককে মাপা হয়? উত্তরঃ ডবসন এককে
4) বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তর কোনটি? উত্তরঃ ট্রপোস্ফিয়ার
5) বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তরঃ নাইট্রোজেন
6) দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। উত্তরঃ আর্গন ও নিয়ন
7) বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশযান ঘোরে? উত্তরঃ এক্সোস্ফিয়ার
8) কোন স্তরে জেট বিমান চলাচল করে? উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার
9) সূর্যের বিকিরিত শক্তি কী নামে পরিচিত? উত্তরঃ সৌরশক্তি
10) তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী? উত্তরঃ থার্মোমিটার

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ২)
1) আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? ★★
2) মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও।
3) ডোলড্রামস কাকে বলে? ★★
4) লোয়েস সমভূমি কাকে বলে? ★★
5) বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? ★★
6) বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো?

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ৩)
1) ওজোনস্তর ক্ষয়ের কারণগুলি আলোচনা করো।
2) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের প্রধান পার্থক্যগুলি লেখো। ★
3) নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন?
4) নিরক্ষীয় অঞ্চলে শান্ত বলয় সৃষ্টির কারণ লেখো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান- ৫)
1) বায়ুমণ্ডলের স্তরগুলির বিবরণ দাও ও বৈশিষ্ট্য আলোচনা করো।
2) বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে লেখো। ★
3) বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো।
4) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। ★

৩য় অধ্যায়ঃ বারিমণ্ডল

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) গালফ স্ট্রিম কোন ধরনের স্রোত? উত্তরঃ উষ্ণ।
2) হুমবোল্ট স্রোতের অপর নাম কী? উত্তরঃ পেরু।
3) কোন স্রোত নিউফাউন্ডল্যান্ড উপকূলে শীতল প্রভাব ফেলে? উত্তরঃ ল্যাব্রাডর।
4) কোন স্রোত জাপানের উপকূলে প্রবাহিত? উত্তরঃ কুরোশিও।
5) সমুদ্রস্রোত কি ধরনের জলপ্রবাহ? উত্তরঃ অনুভূমিক।
6) ক্যালিফোর্নিয়া স্রোত উষ্ণ না শীতল? উত্তরঃ শীতল।
7) চাঁদ কত দিনে একবার পৃথিবী প্রদক্ষিণ করে? উত্তরঃ 27.3 দিন।
8) জোয়ার কবে বেশি হয়? উত্তরঃ পূর্ণিমা।
9) জোয়ারভাটার ফলে নদী মোহনায় জমে— উত্তরঃ পলি।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ২)
1) জোয়ার ভাটার দুটি ইতিবাচক প্রভাব লেখো।
2) বানডাকা কাকে বলে? ★
3) মগ্নচড়া বলতে কী বোঝো?
4) ভরা কোটাল কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ৩)
1) সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য করো। ★
2) মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার -এর পার্থক্য লেখো।
3) ভরা কোটাল ও মরা কোটাল -এর মধ্যে পার্থক্য লেখো।
4) মগ্নচড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক মৎস্যকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান- ৫)
1) সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো। ★
2) সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো। ★
3) জোয়ারভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো।

৪র্থ অধ্যায়ঃ বর্জ্য ব্যবস্থাপনা

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) RECYCLE -এর বাংলা পরিভাষা কি? উত্তরঃ পুনর্ব্যবহার।
2) বর্জ্য ব্যবস্থাপনার একটি পরিবেশবান্ধব উপায় কি? উত্তরঃ রিসাইকেল।
3) সঠিক বর্জ্য ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি? উত্তরঃ দূষণ হ্রাস।
4) DDT -এর পুরো নাম কি? উত্তরঃ ডাইক্লোরো-ডাইফিনাইল-ট্রাইক্লোরোইথেন
5) বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে? উত্তরঃ ইনসিনারেশন।
6) কোন ধাতুর প্রভাবে ব্লাকফুট রোগ হয়? উত্তরঃ আর্সেনিক।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ২)
1) তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? ★
2) ভার্মি কম্পোস্ট কী? ★
3) E-Waste কি? ★
4) বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ★
5) 4R কী?

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ৩)
1) বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো।
2) জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো।
3) বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। ★

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান- ৫)
1) বর্জ্য ব্যাবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো।
2) বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর তাৎপর্য ব্যাখ্যা করো।

৫ম অধ্যায়ঃ ভারতের প্রাকৃতিক পরিবেশ

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? উত্তরঃ গুজরাট।
2) ভারতের উত্তর সীমানায় কোন পর্বতমালা আছে? উত্তরঃ হিমালয় পর্বতমালা।
3) ভারত কয়টি দেশের সঙ্গে স্থলসীমা ভাগ করে? উত্তরঃ সাতটি দেশের সঙ্গে।
4) ভারতের পূর্বে কোন কোন দেশ আছে? উত্তরঃ বাংলাদেশ, মায়ানমার।
5) পশ্চিমঘাট ও পূর্বঘাটের মধ্যে পার্থক্য কী? উত্তরঃ পশ্চিমঘাট উঁচু ও অবিচ্ছিন্ন, পূর্বঘাট নীচু ও খণ্ডিত।
6) তরাই অঞ্চল কোথায় অবস্থিত? উত্তরঃ শিবালিক ও গাঙ্গেয় সমভূমির মধ্যবর্তী অঞ্চলে।
7) হীরাকুঁদ বাঁধ কোথায় অবস্থিত? উত্তরঃ ওড়িশা রাজ্যের মহানদী নদীর উপর।
8) ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? উত্তরঃ মৌসুমি প্রকৃতির।
9) জলসম্পদের প্রধান দুটি ব্যবহার কী? উত্তরঃ কৃষি ও গৃহস্থালির কাজে।
10) এলুভিয়াল মৃত্তিকার বৈশিষ্ট্য কী? উত্তর: এটি পলিযুক্ত, উর্বর এবং নদীর পলি দিয়ে গঠিত।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ২)
1) বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো। ★
2) ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।
3) খাদার ও ভাঙ্গর কি?
4) বদ্বীপ গড়ে উঠার অনুকূল পরিবেশ লেখো।

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ৩)
1) ভারতে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের তিনটি উপায় ব্যাখ্যা করো।
2) সামাজিক বনসৃজন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
3) ভারতের করমন্ডল উপকূলে বছরে দু-বার বৃষ্টি হয় কেন?
4) মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় লেখো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান- ৫)
1) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও ভূ-মধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য আলোচনা করো।
2) ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো।
3) ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
4) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো।

৬ষ্ঠ অধ্যায়ঃ ভারতের অর্থনৈতিক পরিবেশ

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) রবি ফসলের দুটি উদাহরণ লেখো। উত্তরঃ গম ও সরিষা।
2) জায়েদ ফসল কী? উত্তরঃ বসন্ত ও গ্রীষ্মের মাঝে উৎপন্ন ফসল। যেমন- তরমুজ, শাকসবজি।
3) বাণিজ্যিক কৃষি কী? উত্তরঃ বাজারে বিক্রির উদ্দেশ্যে বৃহৎ পরিসরে চাষ। যেমন- চা, তুলা, আখ।
4) সবথেকে বেশি গম উৎপাদনকারী রাজ্য কোনটি? উত্তরঃ উত্তরপ্রদেশ।
5) ধান চাষের জন্য উপযুক্ত জলবায়ু কী? উত্তরঃ উষ্ণ ও আর্দ্র জলবায়ু।
6) ভারতের প্রথম ইস্পাত কারখানার নাম কী? উত্তরঃ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (TISCO), জামশেদপুর।
7) জামশেদপুর শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরঃ সুবর্ণরেখা নদীর তীরে (ঝাড়খণ্ড)।
8) ভারতের প্রধান ইস্পাত শিল্প কেন্দ্র তিনটি লেখো। উত্তরঃ জামশেদপুর, রাউরকেলা, দুর্গাপুর।
9) রাউরকেলা কারখানা কোন দেশের সহযোগিতায় স্থাপিত? উত্তরঃ জার্মানি।
10) তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য উপযুক্ত শহর কোনটি? উত্তরঃ বেঙ্গালুরু।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ২)
1) পণ্য সূচক কি?
2) রবি ফসল কাকে বলে?
3) জায়িদ ফসল বলতে কী বোঝায়? উদাহরণ দাও। ★
4) ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?
5) আদমশুমারি বলতে কী বোঝো?
6) সোনালী চতুর্ভুজ কী?

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ৩)
1) খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য লেখো।
2) পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন?
3) ভারতের রেলপথ ও সড়কপথের তিনটি করে সুবিধা লেখো। ★
4) ভারতের অর্থনৈতিক উন্নতিতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো।
5) ভারতের কৃষির তিনটে মুখ্য সমস্যা আলোচনা করো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান- ৫)
1) ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। ★
2) পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। ★
3) ভারতবর্ষের অসম জনবন্টনের কারণগুলির বর্ণনা দাও।
4) পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি লেখো। ★
5) ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
6.ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৭ম অধ্যায়ঃ উপগ্রহ চিত্র ও ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্র

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) উপগ্রহ চিত্র কী? উত্তরঃ উপগ্রহ দ্বারা মহাকাশ থেকে তোলা ভূপৃষ্ঠের চিত্র।
2) রিমোট সেন্সিং বলতে কী বোঝো? উত্তরঃ কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে দূর থেকে তথ্য সংগ্রহ করার পদ্ধতি।
3) ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কী? উত্তরঃ এটি এমন একটি মানচিত্র যা ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ যেমন পাহাড়, মালভূমি, সমভূমি ইত্যাদিকে নির্দেশ করে।
4) উপগ্রহ চিত্রে বিভিন্ন রঙ কী বোঝায়? উত্তরঃ সবুজ—বন বা চাষের জমি, বাদামী—পাহাড়, নীল—জলাধার, ধূসর বা সাদা—নগর এলাকা।
5) ভারতীয় রিমোট সেন্সিং উপগ্রহের নাম লেখো। উত্তরঃ IRS-1A, IRS-1B, Resourcesat-2 ইত্যাদি।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ২)
1) G.I.S বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা কী? ★
2) জিওস্টেশনারি উপগ্রহ কী?
3) পিক্সেল বলতে কী বোঝ?
4) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।
5) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।
6) ভূ-সমলয় উপগ্রহ কাকে বলে?
7) রিমোট সেন্সিং বা দূর সংযোগ চিত্র কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নমান- ৩)
1) উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা লেখো।
2) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ★
3) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য করো। ★
4) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। ★
5) উপগ্রহ চিত্রে তিনটি ব্যবহার আলোচনা করো।
6) দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।★★★
7) উপগ্রহ চিত্রের গুরুত্বগুলি আলোচনা করো।

মানচিত্র চিহ্নিতকরণ

  • আরাবল্লী পর্বত
  • লোকটাক হ্রদ
  • বছরে দু-বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
  • ভারতের ম্যাঞ্চেস্টার
  • ভারতের গম উৎপাদক অঞ্চল
  • দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল
  • পূর্ব ভারতের একটি পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র
  • ইন্দিরা পয়েন্ট
  • চিল্কা হ্রদ
  • একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
  • ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র
  • লুনি নদী
  • ভারতের একটি শুল্কমুক্ত বন্দর
  • ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
  • ভারতের দক্ষিণতম স্থলবিন্দু
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ