আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি জোরকদমে চালিয়ে যাচ্ছে। কারণ হাতেগোনা কয়েকটা দিন বাকি। মাধ্যমিকের ৭টি বিষয়ের মধ্যে অধিকাংশ ছাত্র- ছাত্রীদের ইতিহাস নিয়ে অনেক চিন্তা থাকে। কারও চিন্তা ইতিহাসে কীভাবে পাশ করবো? কারও চিন্তা ভালো নম্বর পাবো কি করে?
বিগত কয়েক বছরেও মাধ্যমিকের ইতিহাস প্রশ্নের প্যাটার্ন অনেকটা পরিবর্তন হয়েছে। তাই প্রথাগত নিয়মে সাজেশন বই পড়ে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। তবে এবার আর ইতিহাস পরীক্ষা নিয়ে চিন্তা নেই। কারণ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রকাশিত হলো Madhyamik History Success Plus.
Madhyamik History Success Plus বইটি কেমন?
বইটির পরিচিতিঃ Madhyamik History Success Plus বইটি পশ্চিমবঙ্গের নামকরা প্রকাশনা সংস্থা Exam Bangla Publication প্রকাশ করেছে। বইটি লিখেছেন অভিজ্ঞ শিক্ষক দীপক কুমার দে স্যার।
সম্মানীয় লেখকের কথা অনুযায়ী, “এই বইটিকে এমনভাবে সাজানো হয়েছে যা সব মানের ছাত্র- ছাত্রীদের জন্য কার্যকরী হবে। ছাত্র- ছাত্রীরা যেন ইতিহাস পরীক্ষায় ভালো উত্তর লিখতে পারে এবং ফলস্বরূপ বেশি নম্বর তুলতে পারে সেই ভাবনা থেকেই বইটির মধ্যে প্রয়োজনীয় বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই বইটি থেকে সঠিকভাবে প্রস্তুতি নিলে পরীক্ষার্থীরা সহজেই ২৫ থেকে ৭৫, আর ৭৫ থেকে ৯০+ নম্বর তুলতে পারবে।”
Madhyamik History Success Plus বইটি কি একটি সাজেশন বই?
এককথায় উত্তর দিতে গেলে বইটি সাজেশন বই নয়। তাহলে কি?
পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার ও তার উত্তর নিয়ে সাজানো বই হলো ‘সাজেশন বই’। কিন্তু Madhyamik History Success Plus বইটিতে ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে বিষয়বস্তুর সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, যা অন্য কোনো সাজেশন বইতে নেই। তাই বইটি কেবল একটি সাজেশন বই নয়।
বিগত কয়েক বছরে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন যেভাবে পরিবর্তন হয়েছে সেখানে কোনো সাজেশন বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মুখস্ত করে নিয়ে পরীক্ষার খাতায় প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথ লেখা প্রায় অসম্ভব। তাই Madhyamik History Success Plus বইটিকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন পরীক্ষার্থীরা খুব সহজে প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথ লিখতে পারে।
প্রথমে জেনে নেওয়া যায় Madhyamik History Success Plus বইটিতে কি কি রয়েছে-
বইটিতে ঠিক কি কি রয়েছে বা বইটিকে কীভাবে সাজানো হয়েছে তা লিখে ব্যাখ্যা করা একটু কঠিন। প্রকাশনা সংস্থার তরফে বইটির যেসব বৈশিষ্ট্যগুলি জানানো হয়েছে তা নীচে দেওয়া হলো-
১) বইটিতে টেক্সট বইয়ের মত নিরস তথ্য বা সহায়িকা বইয়ের মত পৃষ্ঠার পর পৃষ্ঠা কন্টেন্ট দেওয়া নেই। বইটিতে রয়েছে প্রতিটি অধ্যায়ের মূল বিষয়বস্তুর উপর সংক্ষিপ্ত আলোচনা। ছাত্র- ছাত্রীরা যেন প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তুকে সহজে মনে রাখতে পারে সেদিকে খেয়াল রাখা হয়েছে।
২) সহজে মনে রাখা ও মুখস্ত করার পরিবর্তে গল্পের মত মনে রাখার জন্য কিছু প্রাসঙ্গিক তথ্যের উপস্থাপনা করা হয়েছে।
৩) প্রতিটি অধ্যায়ের মূল বিষয়বস্তুর আলোচনার শেষে রয়েছে ২০২৫ সালের জন্য উত্তর সহ সাজেশন।
৪) পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী MCQ, একটি বাক্যে উত্তর, ঠিক ভুল নির্ণয়, স্তম্ভ মেলানো, বিবৃতি ও ব্যাখ্যা, ২ নম্বরের প্রশ্ন, ৪ নম্বরের প্রশ্ন ও ৮ নম্বরের প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের উত্তর পর্ষদের নিয়ম অনুযায়ী লেখা হয়েছে।
৫) যেসব অধ্যায়ে ম্যাপ পয়েন্ট করতে আসবে সেইসব অধ্যায় থেকে ম্যাপে স্থানগুলি পয়েন্টিং করা হয়েছে।
৬) Madhyamik History Success Plus বইটির সাথে সম্পূর্ণ বিনামূল্যে মডেল প্রশ্ন ও আদর্শ উত্তরপত্র আছে, যা পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে।
বাজার চলতি অন্যান্য সাজেশন বই ও Madhyamik History Success Plus বইটির মধ্যে মূল পার্থক্য কি?
অন্য সাজেশন বই | Madhyamik History Success Plus |
---|---|
প্রথাগত সাজেশন বই | এটি সাজেশন বই নয়। প্রথমে বিষয়বস্তু আলোচনা করা আছে, তারপরে রয়েছে সাজেশন |
সঠিক নিয়ম মেনে উত্তর লেখা থাকে না | পরীক্ষার খাতায় যেভাবে উত্তর লিখলে পুরো নম্বর পাওয়া যাবে সেভাবেই উত্তর দেওয়া আছে |
পরীক্ষায় বইয়ের বাইরে প্রশ্ন এলে ছেড়ে আসতে হয় | যেহেতু এখানে সহজ সরল ভাষায় বিষয়বস্তু দেওয়া আছে তাই ছাত্র- ছাত্রীরা সব প্রশ্নের উত্তর লিখতে পারবে |
এই বইতে ছাত্র- ছাত্রীদের উত্তর মুখস্ত করতে হয় | প্রতিটি অধ্যায়ের টপিকগুলি সহজ ভাবে থাকার জন্য ছাত্র- ছাত্রীরা গল্পের মত মনে রাখতে পারে |
অন্য সাজেশন বইতে ম্যাপ পয়েন্টিং থাকে না | ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে |
বইয়ের সাথে কোনো আদর্শ উত্তরপত্র থাকে না | বইটির সাথে বিনামূল্যে মডেল প্রশ্ন ও আদর্শ উত্তরপত্র থাকে, যেখানে প্রশ্নের উত্তরগুলি এমনভাবে লেখা আছে, পরীক্ষার খাতায় ওইভাবে লিখলে ৯০+ নম্বর পাওয়া যাবে |
Madhyamik History Success Plus বইটির লেখক ও প্রকাশনা সংস্থার মত অনুযায়ী, আগত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসে ভালো রেজাল্ট করার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে বইটি একবার হলেও চোখ বুলিয়ে নেওয়া প্রয়োজন।
এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন হবে, এই বইটি কীভাবে সংগ্রহ করা যাবে? খুব সহজে বাড়িতে বসে অনলাইনে Amazon কিংবা Flipkart থেকে বইটি সংগ্রহ করা যাবে। Exam Bangla Publication -এর ওয়েবসাইট থেকেও বইটি অর্ডার করা যাবে। অর্ডার করার ৪- ৫ দিনের মধ্যে ডেলিভারি পাওয়া যাবে। বইটি অর্ডার করার লিংক নীচে দেওয়া হয়েছে।
Amazon // Flipkart // ExamBanglaPub
বইটির সম্পূর্ণ রিভিউ ভিডিও নীচে দেওয়া হলো-