প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025; টিম এক্সাম বাংলা -র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা ২০২৫ সালের মাধ্যমিকের এই ইতিহাস সাজেশন প্রস্তুত করা হয়েছে। আজকের এই পোস্টে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সিলেবাস অনুযায়ী প্রতিটি অধ্যায়ের ওপরে কেবল ১ নম্বরের সাজেশন পিডিএফ তৈরী করা হয়েছে।
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025
যেকোনো বিষয় ভালো নম্বর পাওয়ার জন্য পাঠ্য পুস্তক পড়া অত্যন্ত জরুরী। তবে বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে ২০২৫ সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই সাজেশনে সংযুক্ত করা হয়েছে। Madhyamik History Suggestion 2025 PDF [Download]
অধ্যায় অনুযায়ী কিছু কিছু প্রশ্ন দেওয়া হলো, তবে মূল পিডিএফ টিতে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
অধ্যায়ঃ (১ম ও ২য়): [ইতিহাসের ধারণা]; [সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা]
১) নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী?
উত্তরঃ নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস।
২) ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন?
উত্তরঃ ভারতে 1982 খ্রিস্টাব্দে রনজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন এবং পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পান্ডে, গৌতম ভদ্র প্রমুখ এই চর্চাকে আরো প্রসারিত করেন।
৩) শচীন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কী?
উত্তরঃ সচীন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম ‘প্লেইং ইট মাই ওয়ে’।
৪) ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটির লেখক হলেন আশুতোষ ভট্টাচার্য।
৫) ভারতে কবে থেকে বনসংরক্ষণ আইন চালু হয়?
উত্তরঃ ভারতে 1878 খ্রিস্টাব্দ থেকে বন সংরক্ষণ আইন চালু হয়।
৬) ‘ইকো ফেমিনিজম’— এর প্রবক্তা কে?
উত্তরঃ ‘ইকো ফেমিনিজম’ -এর প্রবক্তা হলেন ফ্রাসোয়া দেবান।
৭) দীনবন্ধু মিত্র কে ছিলেন?
উত্তরঃ দীনবন্ধু মিত্র ছিলেন একজন বাংলা সাহিত্যিক, ‘নীলদর্পণ’ নাটক ছিল যার শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি।
৮) ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে কারা পরিচিত?
উত্তরঃ শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্শম্যান একত্রে ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত।
৯) কে, কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ লর্ড ওয়ারেন হেস্টিং 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
১০) কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
১১) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।
১২) লালন ফকীর কে ছিলেন?
উত্তরঃ লালন ফকীর ছিলেন বাংলার একজন বাউল কবি।
১৩) বিধবা বিবাহের সাপেক্ষে সর্বপ্রথম কে জোরালো আন্দোলন গড়ে তোলেন?
উত্তরঃ বিধবা বিবাহের সাপেক্ষে সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জোরালো আন্দোলন গড়ে তোলেন।
১৪) কার উদ্যোগে, কবে ‘ইন্ডিয়ান মিরর’ পত্রিকা প্রকাশিত হয়?
উত্তরঃ 1861 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এর উদ্যোগে ‘ইন্ডিয়ান মিরর’ পত্রিকা প্রকাশিত হয়।
২০২৫ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন পাওয়ার জন্য WhatsApp গ্রুপে যুক্ত হও 👇👇👇
অধ্যায়ঃ (৩য় ও ৪র্থ): [প্রতিরোধ ও বিদ্রোহ]; [সংঘবদ্ধতার গোড়ার কথা]
১) কোম্পানি শাসনকালে সংঘটিত প্রথম কৃষকবিদ্রোহ কোনটি?
উত্তরঃ কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষকবিদ্রোহটি হল চুয়াড় বিদ্রোহ।
২) চুয়াড় বিদ্রোহের প্রধান নেতাদের নাম লেখ।
উত্তরঃ চুয়াড় বিদ্রোহের প্রধান নেতা ছিলেন জগন্নাথ সিংহ, দুর্জন সিং, রানী শিরোমনি প্রমুখ।
৩) ‘কেনারাম’ নামে বাটখারা কী কাজে ব্যবহার হত?
উত্তরঃ ‘কেনারাম’ নামে বাটখারা সাঁওতালদের কাছে পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হত।
৪) সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহে সিধু ও কানু নামে দুই ভাই, চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ নেতৃত্ব দেন।
৫) আদিবাসীরা কাদের ‘দিকু’ বলত?
উত্তরঃ আদিবাসীরা বহিরাগত জমিদার, মহাজন, ব্যবসায়ী প্রমুখকে ‘দিকু’ বলত।
৬) ‘দামিন-ই-কোহ’ -এর অর্থ কী?
উত্তরঃ ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ হল ‘পাহাড়ের প্রান্তদেশ’।
৭) ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়ত উল্লাহ ।
৮) ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ ভারতে ওহাবী আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশে রায়বেরেলি বাসিন্দা সৈয়দ আহমেদ।
৯) প্রথম সিপাহী বিদ্রোহ কে ঘোষণা করেন?
উত্তরঃ ব্যারাকপুরের সেনানিবাসে সিপাহী মঙ্গল পান্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন।
১০) হিন্দুমেলার অপর নাম কী?
উত্তরঃ হিন্দুমেলার অপর নাম চৈত্র মেলা।
১১) স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দের লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল ‘বর্তমান ভারত’, ‘পরিব্রাজক’, ‘প্রাচ্য ও প্রাশ্চাত্য’ প্রভৃতি।
১২) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশীমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশীমূলক রচনাবলীর মধ্যে অন্যতম হল-‘গোরা’, ‘ঘরে ও বাইরে’, ‘চার অধ্যায়’ প্রভৃতি।
অধ্যায়ঃ (৫ম ও ৬ষ্ঠ): [বিকল্প চিন্তা ও উদ্যোগ]; [বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন]
১) কারা ‘সারা ভারত কিষান কংগ্রেস’ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ কংগ্রেসের বামপন্থী অংশ, কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা 1936 খ্রিস্টাব্দে ‘সারা ভারত কীষান কংগ্রেস’ প্রতিষ্ঠা করেন।
২) মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়।
৩) বাংলা দ্বিখন্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ বাংলা দ্বীখন্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির ঐক্য ধ্বংস করে জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা।
৪) “করেঙ্গে ইয়া মরেঙ্গে”- এটি কার উক্তি?
উত্তরঃ “করেঙ্গে ইয়া মরেঙ্গে” এটি মহাত্মা গান্ধীর উক্তি।
৫) গান্ধীজী কোন্ ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন?
উত্তরঃ গান্ধীজী 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লবণায় ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন।
৬) অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের কৃষক আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উত্তরঃ অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল।
৭) কে ‘বেঙ্গল কেমিক্যালস’ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ আচার্য প্রফুল্লচন্দ্র রায় ‘বেঙ্গল কেমিক্যালস’ প্রতিষ্ঠা করেন।
৮) ‘অন্নদামঙ্গল’ গ্রন্থের চিত্রগুলি কে এঁকেছেন?
উত্তরঃ ‘অন্নদামঙ্গল’ গ্রন্থের চিত্রগুলি এঁকে ছিলেন শিল্পী রামচাঁদ রায়।
৯) ‘বর্ণপরিচয়’ কে রচনা করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ রচনা করেন।
১০) কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।
১১) CET-এর পুরো নাম কী?
উত্তরঃ CET-এর পুরো নাম হল ‘কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’।
অধ্যায়ঃ (৭ম ও ৮ম ): [বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন]; [উত্তর-ঔপনিবেশিক ভারত]
১) সংবিধানে কবে, কোন্ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তরঃ সংবিধানে 1950 খ্রিস্টাব্দে হিন্দি ভাষাকে সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
২) ‘অপারেশন পোলো’ কী?
উত্তরঃ ভারত 1948 সালের 13 ই সেপ্টেম্বর হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে। এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত।
৩) কে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ মির করমউদ্দিন চিন কীলিচ খাঁ হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন।
৪) কাশ্মীরে ভারত ও পাকীস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম কী?
উত্তরঃ কাশ্মীরে ভারত ও পাকীস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম লাইনস অফ কন্ট্রোল (LOC) বা নিয়ন্ত্রণ রেখা।
৫) কবে গান্ধীজি ও আম্বেদকর -এর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ড. ভীম রাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।
৬) কে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?
উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন।
৭) মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর।
৮) কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ সতীশ চন্দ্র মুখোপাধ্যায় 1902 খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন।
৯) কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন?
উত্তরঃ কৃষ্ণকুমার মিত্র প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন।
১০) কারা ‘মনুস্মৃতি’ গ্রন্থটি প্রকাশ্যে দাহ করেন?
উত্তরঃ ড. আম্বেদকরের অনুগামীরা ‘মনুস্মৃতি’ গ্রন্থটি প্রকাশ্যে দাহ করেন।