মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026 | Madhyamik Life Science Suggestion 2026

Published By: ExamBangla.com | Published On:
Share:

মাধ্যমিক 2026 পরীক্ষার প্রস্তুতির জন্য জীবন বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার আগে অল্প সময়ে কার্যকরভাবে রিভিশন করার জন্য অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলন করা প্রয়োজন। সিলেবাস তো ইতিমধ্যেই সবার শেষ, শুধু দরকার বারবার রিভিশন এবং প্রশ্নোত্তর প্র্যাকটিসের। আজ এই প্রতিবেদনে আমরা Madhyamik Life Science Suggestions 2026 নিয়ে আলোচনা করব।

এই Chapter-wise Life Science Last Minute Suggestion অংশে প্রতিটি অধ্যায় থেকে পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন বাছাই করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সীমিত সময়ে সঠিক বিষয়গুলোর উপর মনোযোগ দিতে পারে। অধ্যায়ভিত্তিক ভাবে বাছাই করা এই মডেল প্রশ্নোত্তর ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেতে সাহায্য করবে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026

যেকোনো বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য পাঠ্য পুস্তক পড়া অত্যন্ত জরুরী, টেক্সট বই খুঁটিয়ে পড়ার বিকল্প কিছু হয় না। তবে বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে 2026 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন তৈরী করা হয়েছে। এই লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন উত্তরগুলি শেষ বারের জন্য রিভিশন করে নেওয়া দরকার, যা পরীক্ষার কমন আসবেই।

১ম অধ্যায়ঃ জীবজগতে নিয়ন্ত্রন ও সমন্বয়

একটি বাক্যে উত্তর ((প্রশ্নমান- ১)
1) মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তরঃ লঘুমস্তিষ্ক।
2) একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। উত্তরঃ অ্যাসিটাইল কোলিন।
3) গুরুমস্তিষ্কের যোজককে কী বলে? উত্তরঃ করপাস ক্যালোসাম।
4) লঘুমস্তিষ্কের যোজককে কী বলে? উত্তরঃ ভারমিস।
5) উদ্ভিদের কোশ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী? উত্তরঃ সাইটোকাইনিন।
6) স্নায়ুকোশের মৃত্যুর পর কে তার স্থান দখল করে? উত্তরঃ নিউরোগ্লিয়া।
7) স্নায়ুর আবরণকে কী বলে? উত্তরঃ এপিনিউরিয়াম।
8) একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। উত্তরঃ চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়।
9) চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো। উত্তরঃ অপটিক স্নায়ু।
10) একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। উত্তরঃ ভেগাস।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) হরমোনকে রাসায়নিক সমন্বয়সাধক বলে কেন?
2) অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?
3) পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন?
4) উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো।
5) থাইরয়েড গ্রন্থি থেকে কোন্ কোন্ হরমোন নিঃসৃত হয়?
6) অ্যাড্রেনালিন হরমোনকে সঙ্কটকালীন হরমোন বলা হয় কেন?
7) দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও।
8) সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
9) মাছের গমনে মায়োটম পেশীর ভূমিকা লেখো।
10) অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো।

রচনাধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৫)
1) উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণযোগে সংক্ষেপে আলোচনা করো।
2) সরল প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
3) স্নায়ুকোশের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো।

২য় অধ্যায়ঃ জীবনের প্রবহমানতা

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) কোন প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না? উত্তরঃ অ্যামাইটোসিস কোশ বিভাজনে।
2) ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে? উত্তরঃ টেলোমিয়ার।
3) মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। উত্তরঃ রাঙা আলু।
4) একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও। উত্তরঃ কচুরিপানা।
5) কোন ধরণের জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে? উত্তরঃ যৌন জনন।
6) কায়াজমা কথাটি কোন প্রকার কোশ বিভাজন -এর সঙ্গে যুক্ত? উত্তরঃ মিয়োসিস।
7) কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি প্রাণী এবং উদ্ভিদ-এর উদাহরণ দাও। উত্তরঃ প্রাণী- হাইড্রা, উদ্ভিদ- ইস্ট।
8) কোশচক্রের বিভিন্ন দশাগুলির নাম লেখো। উত্তরঃ G1, S, G2 এবং M দশা।
9) মানুষের দেহে অটোজোম-এর সংখ্যা কত? উত্তরঃ 44টি।
10) একতন্ত্রী DNA কোথায় পাওয়া যায়? উত্তরঃ ভাইরাসে একতন্ত্রী DNA পাওয়া যায়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) স্বপরাগযোগ -এর দুটি সুবিধা উল্লেখ করো।
2) অঙ্গজ জননের দুটি অসুবিধা উল্লেখ করো।
3) ক্রোমোজোম এবং ক্রোমাটিড-এর মধ্যে পার্থক্য লেখো।
4) মানুষের বিকাশে বয়ঃসন্ধির দুটি বৈশিষ্ট্য লেখো।
5) মানুষের বিকাশে বার্ধক্য দশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
6) ক্রসিং ওভার কাকে বলে?
7) মাইটোসিস এবং মিয়োসিস-এর দুটি পার্থক্য লেখো।
8) মিয়োসিস কোশ বিভাজনকে হ্রাসবিভাজন বলে কেন?
9) উদ্ভিদ ও প্রাণীকোশের সাইটোকাইনেসিস-এর দুটি পার্থক্য লেখো।
10) DNA এবং RNA -এর মধ্যে পার্থক্য লেখো।
11) মানববিকাশের বয়ঃসন্ধি দশায় পুরুষ ও স্ত্রী দেহে কি কি পরিবর্তন হয়, লিপিবদ্ধ করো।
12) যৌন জনন ও অযৌন জননের মধ্যে দুটি পার্থক্য লেখো।

দেখে নাও তাড়াতাড়িঃ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ 

রচনাধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৫)
1) চিত্র সহযোগে মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ইতর পরাগযোগের দুটি সুবিধা উল্লেখ করো।
2) কৃত্রিম অঙ্গজ জনন বলতে কী বোঝো? উদ্ভিদের যেকোনো তিন প্রকার প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো।
3) নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো।
4) জনুক্রম কাকে বলে? ফার্নের জনুক্রম শব্দচিত্রের সাহায্যে লেখো।

৩য় অধ্যায়ঃ বংশগতি ও কয়েকটি জিনগত রোগ

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) ক্রোমোজমের উপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে? উত্তরঃ লোকাস।
2) মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো। উত্তরঃ থ্যালাসেমিয়া।
3) Y ক্রোমোজোমে অবস্থিত জিনকে কী বলে? উত্তরঃ হোলান্ড্রিক জিন।
4) একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও। উত্তরঃ হিমোফিলিয়া।
5) মানুষের ক্ষেত্রে 44A + XY কোন লিঙ্গকে সূচিত করে? উত্তরঃ পুরুষলিঙ্গ।
6) মানুষের একটি ‘X’ ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ দাও। উত্তরঃ হিমোফিলিয়া।
7) মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F, জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত? উত্তরঃ 9:3:3:1।
8) মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো। উত্তরঃ 1:2:1।
9) মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন্ সূত্রে উপনীত হয়েছিলেন? উত্তরঃ স্বাধীন বিন্যাস সূত্র বা মুক্ত সঞ্চালন সূত্র।
10) মেন্ডেলকে সুপ্রজননবিদ্যার জনক বলা হয় কেন? উত্তরঃ গ্ৰেগর জোহান মেন্ডেলই সর্বপ্রথম জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বংশগত অনুসরণের প্রাথমিক সূত্র প্রণয়ন করেন। এই কারণে তাঁকে সুপ্রজননবিদ্যার জনক বলা হয়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) থ্যালাসেমিয়া রোগীকে বার বার রক্ত দিতে হয় কেন?
2) কোনো ব্যক্তির থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা রোধে, জেনেটিক কাউন্সেলিং এর সময় তুমি কোন কোন বিষয়ে খোঁজ নেবে?
3) থ্যালাসেমিয়া রোগীর উত্তরাধিকারী কীভাবে ঘটে?
4) বর্ণান্ধতা কী? এই রোগের লক্ষণ কী?
5) থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়?
6) মেন্ডেলের একসংকর জননের F2 জনুতে খর্ব গাছের উপস্থিতি কী প্রমাণ করে?
7) ‘বেঁটে মটর গাছ সবসময় খাঁটি হয়’— তাৎপর্য ব্যাখ্যা করো।
8) মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি কারণ উল্লেখ করো।
9) মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে XX-XY পদ্ধতি বলা হয় কেন?
10) মেন্ডেল নির্বাচিত মটর ফুলের বর্ণ ও ফলের বর্ণ কোনটি প্রকট ও কোনটি প্রচ্ছন্ন তা উল্লেখ করো।
11) মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো।
12) একসংকর জনন ও দ্বিসংকর জননের মধ্যে পার্থক্য লেখো।
13) লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বর্ণনা করো।

রচনাধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৫)
1) মেন্ডেলের একসংকর জনন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।
2) মেন্ডেলের দ্বিসংকর জনন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।
3) পুরুষদের ক্ষেত্রে বর্ণান্ধতা বেশি দেখা যায় কেন? মানবদেহে লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা আলোচনা করো।
4) অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝ? উদারহণ দিয়ে বুঝিয়ে দাও।
5) একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহকের (স্ত্রী) সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি? সমস্ত পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও।
6) অনেক সময় দেখা যায় যে বাবা-মা উভয়েই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব হয়, তা একটি চেকারবোর্ডের মাধ্যমে ব্যাখ্যা কর।

৪র্থ অধ্যায়ঃ অভিব্যক্তি ও অভিযোজন

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) পায়রার দেহে প্রধান বায়ুথলি কটি? উত্তরঃ ৯টি।
2) ক্যাকটাসের পাতার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উত্তরঃ ক্যাকটাসের পাতা মরুভূমি অঞ্চলে অতিরিক্ত বাষ্পমোচন রোধের জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়।
3) ঘোড়ার কোন্ আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়? উত্তরঃ ঘোড়ার পায়ের তৃতীয় আঙুল।
4) কুমড়ো গাছের আকর্ষ ও মটর গাছের আকর্ষ কী প্রকার অঙ্গ? উত্তরঃ সমবৃত্তীয় অঙ্গ।
5) মাছের পটকার কোন্ কোন্ প্রকোষ্ঠে কী থাকে?
উত্তরঃ পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে- রেটিয়া মিরাবিলিয়া এবং অগ্র প্রকোষ্ঠে রেডগ্রন্থি।
6) ঘোড়ার পূর্বপুরুষের নাম লেখো এবং এটি কোন্ যুগে আবির্ভূত হয়েছিল? উত্তরঃ ইওসিন যুগে ঘোড়ার আদি পূর্বপুরুষ ইওহিপ্লাস আবির্ভূত হয়েছিল।
7) ভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে সংগ্রামকে কী বলা হয়? উত্তরঃ আন্তঃপ্রজাতি সংগ্রাম।
8) মাছ ও ব্যাঙের হৃদপিণ্ডের পার্থক্য কী? উত্তরঃ মাছের হৃদপিণ্ডে 2টি প্রকোষ্ঠ, 1টি অলিন্দ, 1টি নিলয়। ব্যাঙের হৃদপিণ্ডের 3টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ ও 1টি নিলয়।
9) কোন্ নিউক্লিক অ্যাসিড জিন গঠন করে? উত্তরঃ DNA।
10) মৌনৃত্য কে আবিষ্কার করেন? উত্তরঃ বিজ্ঞানী কার্লভন ফ্রিস।
11) ডারউইনের লেখা বইটির নাম কী? উত্তরঃ ‘On the Origin of Species by means of Natural Selection’.

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) জৈব অভিব্যক্তি সমর্থনে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব কী?
2) মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা এগুলি সমসংস্থ অঙ্গ কেন?
3) মৌমাছিরা মৌনৃত্য করে কেন?
4) ল্যামার্কের মতবাদের বিপক্ষে দু’টি উদাহরণ দাও।
5) অভিব্যক্তির দুটি গুরুত্ব লেখো।
6) মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং এই পরীক্ষায় উৎপন্ন একটি জৈব যৌগের নাম উল্লেখ করো।
7) ল্যামার্কের ব্যবহার এবং অপব্যবহার -এর সূত্রটি সংক্ষেপে বর্ণনা করো।
8) আন্তঃপ্রজাতি ও অন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে কী বোঝো?
9) উটের জলক্ষয় কমানোর দু’টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
10) জাঙ্গল উদ্ভিদের ফাইলোক্ল্যাড ও পায়রার বায়ুথলীর একটি করে অভিযোজনগত গুরুত্ব লেখো।
11) সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো।
12) পরিব্যক্তি কী? মিউটেশন তত্ত্বের প্রবক্তার নাম কী?
13) নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।

রচনাধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৫)
1) উড্ডয়নের জন্য পায়রার বায়ুথলীর তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কী কী অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
2) মরুবাসী প্রাণী উটের জলক্ষয় কমানোর জন্য উটের দেহে কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা যায়? রুই মাছের পটকা ও পায়রার বায়ুথলির একটি করে অভিযোজনগত গুরুত্ব লেখো।
3) মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ীর হৃৎপিন্ডের গঠনের তুলনামূলক আলোচনা করে অভিব্যক্তির স্বপক্ষে কি ধারণা পাওয়া যায়?
4) সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। অপসারী ও অভিসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো।
5) সুন্দরী গাছের লবণ শোষণের জন্য তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উটের জল সংরক্ষণের দু’টি উপায় লেখো।

৫ম অধ্যায়ঃ পরিবেশ,তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাসের নাম করো। উত্তরঃ নাইট্রাস অক্সাইড (N2O)।
2) ভারতবর্ষে কতগুলো হটস্পট আছে? উত্তরঃ 4 টি।
3) জীববৈচিত্র্য বিলুপ্তির একটি কারণ লেখো। উত্তরঃ জল ও বায়ুদূষণ।
4) ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি? উত্তরঃ নাগার্জুন সাগর (অন্ধপ্রদেশ) ব্যাঘ্র প্রকল্প।
5) কোথায় সাদা বাঘ পাওয়া যায়? উত্তরঃ মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে।
6) সুন্দরবনের কোন দ্বীপে কুমির পাওয়া যায়? উত্তরঃ সুন্দরবনের লোথিয়ান দ্বীপে।
7) ক্রায়োসংরক্ষণের তাপমাত্রা কত? উত্তরঃ তাপমাত্রা -196°C।
8) আরাবারি অরণ্য কোথায় অবস্থিত? উত্তরঃ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত।
9) একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তরঃ রাইজোবিয়াম।
10) ক্লসট্রিডিয়াম কীরূপ জীব? উত্তরঃ মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) ইন-সিটু সংরক্ষণের দুটি সুবিধা উল্লেখ করো।
2) শব্দদূষণ প্রতিরোধ করতে তুমি কী কী ব্যবস্থা নিতে পারো? নাইট্রিফিকেশন কাকে বলে?
3) এক্স-সিটু এবং ইন-সিটু সংরক্ষণের দুটি পার্থক্য লেখো।
4) JFM -এর দুটি গুরুত্ব লেখো।
5) পশ্চিমবঙ্গে গণ্ডার এবং রেড পাণ্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম উল্লেখ করো।
6) ক্রায়োসংরক্ষণ বলতে কী বোঝায়?
7) ‘মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে’— দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো।
8) জনসংখ্যা বৃদ্ধির চারটি কারণ লেখো।
9) কোনো জলাশয়ে ইউট্রোফিকেশন হলে জীববৈচিত্র্যের কি কি সমস্যার সৃষ্টি হতে পারে, তা মূল্যায়ন করো।
10) “ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো মিষ্টি জলের অভাব”— বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।

রচনাধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৫)
1) সুন্দরবনের মিষ্টি জলের সমস্যার কারণ আলোচনা করো। কুমির প্রকল্পের দুটি উদ্দেশ্য লেখো।
2) জন্মহার এবং মৃত্যুহার-এর দুটি পার্থক্য লেখো। PBR -এর জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় সেই সম্পর্কে ধারণা দাও।
3) অ্যাসিড বৃষ্টি কী? এর দুটি কুফল আলোচনা করো।
4) রেড পাণ্ডা সংরক্ষণের তিনটি উপায় লেখো। ‘পরিবেশ দূষণ কমানোর জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো উচিত’— এই বিষয়ে তোমার মতামত কী?
5) গ্রিনহাউস প্রভাব কী? গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো।
6) সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভকে রক্ষা করার দুটি পদক্ষেপ প্রস্তাব করো। জাতীয় উদ্যান ও সংরক্ষিত বন -এর মধ্যে তিনটি পার্থক্য লেখো।
7) ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি উল্লেখ করো।
8) N₂ চক্রের দ্বিতীয় ও তৃতীয় ধাপে কি কি ঘটনা ঘটে তা বর্ণনা করো। ‘নাইট্রোজেন চক্র ব্যাহত হলে ভূনিম্নস্থ জল, মাটি ও জলাশয়ের অম্লীকরণ ঘটে’— উক্তির যথার্থতা বিচার করো।

আরও পড়ুনঃ মাধ্যমিক ভূগোল সাজেশন 2026

আরও পড়ুন

মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন ২০২৬ । Madhyamik Bangla Suggestion 2026 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬ | Madhyamik Physical Science Suggestion 2026 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 | Madhyamik Geography Suggestion 2026 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫ | Madhyamik Physical Science Question Paper 2025 Download