Madhyamik 2023: মে মাসে রেজাল্ট! শুরু হতে চলেছে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া

Madhyamik 2023

মে মাসের মধ্যেই প্রকাশ পেতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। পর্ষদ সূত্রে খবর, মে মাসের ২০ তারিখ নাগাদ ফলপ্রকাশ হবে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখা সম্পন্ন হয়েছে। খাতা জমা পড়ার পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। এখন চলছে চূড়ান্ত রেজাল্ট তৈরির কাজ। এদিন শনিবার থেকে শুরু হবে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া।

এর আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বমোট পাঁচটি ধাপ পেরোতে হয় পর্ষদকে। যার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ হলো উত্তরপত্রের নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব ও তার যাচাই পদ্ধতি। পর্ষদ জানিয়েছিল, এই দুটি ধাপ অন্যবারের মতো হাতে কলমে করার পরিবর্তে এবছর অনলাইনে সারা হবে। যাতে গোটা প্রক্রিয়ায় জটিলতা এড়ানো যায় ও রেজাল্ট প্রকাশ আরও দ্রুত করা যায়।

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ২০২৩

ইতিমধ্যে, অনলাইনে নম্বর যাচাইয়ের জন্য (www.wbbsedata.com) নামক একটি ওয়েবসাইট চালু করেছে পর্ষদ। শনিবার সকাল ১১টা থেকে শুরু হবে নম্বর যাচাইকরণ প্রক্রিয়া। এটি চলবে আগামী ১লা মে সোমবার মধ্যরাত পর্যন্ত। পরীক্ষকেরা অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। পর্ষদের তরফে বক্তব্য, স্বচ্ছতা বজায় রাখতে অনলাইনে এই প্রক্রিয়া সারা হচ্ছে। তবে সূত্রের খবর, প্রক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

Madhyamik 2023