এক নজরে
রাজ্যে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন। মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি বৃহৎ অংশের পড়ুয়া উচ্চ মাধ্যমিক স্তরে পঠন-পাঠনের জন্য বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকেন। অনেকেই আবার মাধ্যমিক পাশ যোগ্যতায় ভালো কোনো চাকরির খোঁজ করেন। তবে অনেকেই সঠিক ভাবে জানেন না মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে? আজকের প্রতিবেদনে সেরকমই কিছু সরকারি চাকরির কথা উল্লেখ করা হল। উল্লিখিত সমস্ত চাকরিগুলিতে কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। তাহলে আসুন আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে।
মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে
মাধ্যমিক পাশে যেসমস্ত সরকারি চাকরি আছে সেগুলি নিচে উল্লেখ করা হল। বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিটি চাকরির খবরের পাশে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল। ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল
- রিক্রুটমেন্ট বোর্ড— পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর
- মাসিক বেতন— ২২,৫০০/- টাকা থেকে ৫৮,৫০০/- পর্যন্ত
- Official Website: prb.wb.gov.in
ফুড সাব-ইন্সপেক্টর
- রিক্রুটমেন্ট বোর্ড— পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর
- মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত
- Official Website: psc.wb.gov.in
গ্রামীণ ডাক সেবক
- রিক্রুটমেন্ট বোর্ড— ভারতীয় ডাক বিভাগ
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর
- মাসিক বেতন— ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা পর্যন্ত
- Official Website: indiapost.gov.in
রেলওয়ে গ্ৰুপ- ডি
- রিক্রুটমেন্ট বোর্ড— রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর
- মাসিক বেতন— ২২,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত
- Official Website: indianrailways.gov.in
কলকাতা পুলিশ কনস্টেবল
- রিক্রুটমেন্ট বোর্ড— পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর
- মাসিক বেতন— ২২,৫০০/- টাকা থেকে ৫৮,৫০০/- পর্যন্ত
- Official Website: prb.wb.gov.in
যেকোনো চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇👇
এসএসসি এমটিএস
- রিক্রুটমেন্ট বোর্ড— স্টাফ সিলেকশন কমিশন
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর
- মাসিক বেতন— ১৬,৯১৫/- টাকা থেকে ২০,২৪৫/- টাকা পর্যন্ত
- Official Website: ssc.nic.in
কৃষি প্রযুক্তি সহায়ক
- রিক্রুটমেন্ট বোর্ড— পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর
- মাসিক বেতন— ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা পর্যন্ত
- Official Website: psc.wb.gov.in
এসএসসি গ্ৰুপ- ডি
- রিক্রুটমেন্ট বোর্ড— পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর
- মাসিক বেতন— ২০,০৫০/- টাকা
- Official Website: wbscc.wb.gov.in
এসএসসি জিডি কনস্টেবল
- রিক্রুটমেন্ট বোর্ড— স্টাফ সিলেকশন কমিশন
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর
- মাসিক বেতন— ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত
- Official Website: ssc.nic.in
ক্লার্কশিপ
- রিক্রুটমেন্ট বোর্ড— পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
- বয়সসীমা— নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর
- মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত
- Official Website: psc.wb.gov.in
এছাড়ও বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকেও মাধ্যমিক পাশ যোগ্যতার বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে চাকরিপ্রার্থীরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে নজর রাখবেন।