অন্যান্য খবর

মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার! কয়েক হাজার শূন্যপদে শীঘই শুরু হবে নিয়োগ

মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি পাবেন রাজ্যের কয়েক হাজার চাকরিপ্রার্থী। পুজোর আগেই বিরাট খুশির খবর দিল রাজ্য সরকার। নতুন কর্মসংস্থান তৈরির পথে রাজ্য সরকার।

Advertisement

পর্যটন পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প। প্রতি বছর ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে একটি বড় অঙ্কের টাকা আয় হয়। পাশাপাশি, বিদেশী পর্যটকদের আগমনের ফলে বৈদেশিক মুদ্রা আসে বাংলায়। পশ্চিমবঙ্গের ট্যুরিজম ইন্ডাস্ট্রি যত বাড়ছে, তত বিভিন্ন পদে চাকরির সম্ভাবনাও বাড়ছে। রাজ্য সরকার চাইছে পর্যটন বিভাগে কর্মসংস্থানের সুযোগ বাড়তে থাকুক। আর তাই জন্য এবার ট্যুরিস্ট গাইড পদে চাকরিপ্রার্থীদের নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ও সরকার নির্ধারিত নির্দিষ্ট কোর্সে পাঠ নিতে হবে প্রার্থীদের।

ট্যুরিস্ট গাইড হওয়ার জন্য যোগ্যতা

১) আপনি যদি বাংলার পর্যটন বিভাগের ট্যুরিস্ট গাইড হতে চান, তবে আপনার বয়স হতে হবে ১৮ বছর। ২) আপনাকে হতে হবে দশম শ্রেণী উত্তীর্ণ। ৩) বাংলার ইতিহাস, পর্যটন ও সংস্কৃতির সম্পর্কে আগ্রহ থাকতে হবে ও এ বিষয়ে জানতে হবে ৪) ব্যবহার হতে হবে নম্র ও ভদ্র ৫) আপনাকে অত্যন্ত সাবলীলভাবে কথা বলতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। ৬) আপনি যে পর্যটন স্থানের উপর কাজ করবেন সেই জায়গার সম্পর্কে তথ্য জেনে তা পর্যটকদের কাছে তুলে ধরতে হবে।

চাকরির খবরঃ এই মুহূর্তের সেরা ১০টি চাকরির খবর

আবেদন জানানোর পদ্ধতি

বাংলার পর্যটন বিভাগের ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে চাইলে সরকার নির্ধারিত নির্দিষ্ট কোর্স করতে হবে। সাধারণত রয়েছে দুই ধরণের কোর্স। একটি হল, ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড বেসিক কোর্স। এখানে টুরিস্ট গাইড হওয়ার জন্য শুধু প্রয়োজনীয় বিষয়গুলি বলা হবে। আর অন্যটি হল, ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড অ্যাডভান্স কোর্স। এখানে বিভিন্ন ধরনের ট্যুরিজম (ধর্মীয়, হেরিটেজ, ওয়াইল্ড লাইফ, ইকো, সংস্কৃতি) সম্পর্কে জানানো হবে। কোর্স শেষে একটি পরীক্ষায় বসতে হবে, পরীক্ষার পর একটি সার্টিফিকেট পেলে ট্যুরিস্ট গাইড পদে চাকরি করার সুযোগ পাবেন। আবেদন জানানোর জন্য ও বিস্তারিত জানতে রাজ্য পর্যটন দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন প্রার্থীরা। প্রসঙ্গত, ট্যুরিস্ট গাইড পদে চাকরির সুযোগ ক্রমশ বাড়ছে। আর আগামী দিনেও যে বাড়বে সে বিষয়ে সন্দেহ নেই। কালিম্পং থেকে মেদিনীপুর, মালদা থেকে কলকাতা সর্বত্র ট্যুরিস্ট গাইডদের নিয়োগ করা হচ্ছে। নিজস্ব দক্ষতা, আগ্রহ ও সরকারি কোর্স করা থাকলে প্রচুর চাকরির সুযোগ খুলে যাবে আপনাদের সামনে।

মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর

Related Articles