মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024: প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ডাউনলোড করুন "মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন PDF"। মাধ্যমিক…

Published By: Exam Bangla | Published On:

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024: প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ডাউনলোড করুন “মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন PDF“। মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই ভৌতবিজ্ঞান সাজেশন 2024 PDF তৈরী করেছেন। এই ভৌতবিজ্ঞান সাজেশনটি ২০২৪ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন PDF টিতে।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় Exam Bangla Publication -এর সাজেশন গুলি থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসেছে। তাই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি জোরদার করতে আজকেই মাধ্যমিক সাজেশন ২০২৪ pdf ডাউনলোড করে নাও।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024

Madhyamik Bengali Suggestion 2024
বিষয় ভৌতবিজ্ঞান
পরীক্ষার সম্ভাব্য তারিখ১০ ফেব্রুয়ারী, ২০২৪
সাজেশন ফাইলপিডিএফ
ডাউনলোড লিংকনীচে দেওয়া আছে

Dear students, Today we are going to share Madhyamik Physical Science Suggestion 2024 PDF. This suggestion is created by Exam Bangla Editorial Team. You can download Madhyamik Physical Science Suggestion 2024 (free of cost).

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024

একটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ১)

1) বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়?
2) বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাস কে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়?
3) বায়ুমণ্ডলে ওজনের পরিমাপ মাপার যন্ত্রটির নাম কি?
4) CFC কোথায় ব্যবহার করা হয়?
5) বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম?
6) বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও।
7) বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO2 এর শতকরা ভাগ কত?
8) গ্রিন হাউস গ্যাস গুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে?
9) দুটি চিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
10) দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
11) কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?
12) আমাদের দেশে কোন্ গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়?
13) কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসের আরেকটি নাম ‘sweet gas’ কেন?
14) কয়লার খনিতে কয়লার স্তরে আবদ্ধ অবস্থায় যে জ্বালানি গ্যাসটি থাকে তা শক্তির এক সম্ভাবনাময় উৎস, গ্যাসটি কি? একে ‘firedamp’ বলে কেন?
15) কোন যন্ত্রের সাহায্যে কোন পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়?
16) কঠিন তরল ও গ্যাস এই তিন ধরনের পদার্থের মধ্যে কোনটিতে অনুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে কম?
17) উষ্ণতার পরম স্কেল ও সেলসিয়াস স্কেল এর মধ্যে সম্পর্ক কি?
18) পরম উষ্ণতা কাকে বলে?
19) পরমশূন্য উষ্ণতায় কোন আদর্শ গ্যাসের আয়তন কত?
20) সেলসিয়াস স্কেলে 400 K উষ্ণতার মান কত?
21) ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়?
22) অ্যাভোগাড্রো প্রকল্পে গ্যাসের আয়তন বলতে গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তন কে, না গ্যাসের মধ্যে থাকা অনুদের আয়তন কে বোঝায়?
23) নির্দিষ্ট তাপমাত্রায় কোন অঞ্চলের বায়ুর ঘনত্ব কিভাবে হ্রাস পেতে পারে?
24) পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাসঅনুগুলির গতিশক্তির কি পরিবর্তন ঘটে?
25) অন্তরাণবিক বলের ভিত্তিতে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কোথায়?
26) উষ্ণতা কমিয়ে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব এর থেকে গ্যাসের আন্তরাণবিক বল সম্পর্কে কি ধারণা করা যায়?
27) আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কোন অঙ্গীকারটির জন্য আদর্শ গ্যাসের চাপ একই শর্তে বাস্তব গ্যাসের চাপ অপেক্ষা বেশি হয়?
28) ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কি?
29) চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হবে?
30) দুটি তরল বায়ো ফুয়েল এর নাম লেখ।
31) মুক্তপথ কি?
32) গ্যাসের গতীয় তত্ত্বানুসারে দুটি অনুর সংঘর্ষের আগে ও পরে মোট ভরবেগ ও গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটে?
33) গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখ ও ব্যাখ্যা কর।
34) বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
35) বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
36) কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি?

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf

37) বয়েলের সূত্রে ধ্রুবক কি কি?
38) খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে?
39) তাপন মূল্যের একক কি?
40) SI এককে R এর মান কত?
41) আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত?
42) একটি বিকল্প শক্তি উৎসের নাম লেখ?
43) সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা উদ্ভব হলেও ভরের হ্রাস বা বৃদ্ধি বোঝা যায় না কেন?
44) দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো।
45) চার্লসের সূত্রে ব্যবহৃত 1/273 সংখ্যাটি পদার্থের কোন প্রসারণ গুনাঙ্কের মান নির্দেশ করে?
46) তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের এর মধ্যে কোনটির মান বেশি?
47) কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের SI একক কি?
48) গোলীয় দর্পণের গৌণ ফোকাস কি একটি স্থিরবিন্দু?
49) উত্তল দর্পণ তার সামনে থাকা বস্তুর যে অসদবিম্ব গঠন করে তা খর্বাকায় না বিবর্ধিত?
50) সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত?
51) সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
52) লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি?
53) অবতল লেন্সে প্রতিশ্রুত রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল হলে বস্তুর প্রকৃতি কিরূপ হয়?
54) দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কিরূপ পরিবর্তন হয়?
55) কাছের বস্তু দেখার সময় সাসপেন্সরি লিগামেন্টের কিরূপ পরিবর্তন হয়?
56) দূরের বস্তু দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি না কম হয়?
57) শূন্যস্থানে লাল ও নীল বর্ণের বেগ একই না আলাদা?
58) প্রিজমের একটি প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে কোন্ বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হবে?
59) তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
60) কঠিনের আয়তন প্রসারণ গুনাঙ্কের এস আই একক কি?
61) কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোন পদার্থটির মান সর্বোচ্চ?
62) শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
63) তাপীয় রোধের এস আই একক কি?
64) দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোন আলোকরশ্মির কৌণিক চুতি কত?
65) একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
66) দীর্ঘ সৃষ্টি প্রতিকারকের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
67) আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
68) সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কে অভিসারী আলোকরশ্মিতে পরিণত করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
69) বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়?
70) একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
71) ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধের সংজ্ঞা দাও।
72) রোধাঙ্কের SI একক কি?
73) তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়?

মাধ্যমিক ২০২৪ সাজেশন ডাউনলোড (All Subject)

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৪ 

নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ২ অথবা ৩)

1) ট্রপোস্ফিয়ার কাকে বলে? একে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি?
2) প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কী বোঝায়?
3) জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো?
4) জৈবগ্যাস বা বায়োগ্যাস কাকে বলে?বায়ো গ্যাসের উপাদান গুলি লেখ।
5) আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে অনুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা করো।
6) CGS পদ্ধতিতে ও SI পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি?
7) পরমশূন্য উষ্ণতা কাকে বলে?
8) উষ্ণতার পরম স্কেল কাকে বলে? পরম উষ্ণতা কি?
9) প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস বলতে কী বোঝায়?
10) অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কী বোঝায়?উদাহরণ দাও।
11) দৈনন্দিন জীবনে সৌর কোষ ও সৌর প্যানেলের ব্যবহার গুলি লেখ।
12) পরমশূন্য উষ্ণতা কে পরম বলা হয় কেন?
13) গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত কর।
14) গ্যাসের অনুগুলির গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও।
15) লোহিত রক্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করে NTP-তে 11.2 LH2 গ্যাস পেতে হলে কত পরিমান আয়রন প্রয়োজন হবে?
16) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখ।
17) 1 g N2 গ্যাসে অনুর সংখ্যা কত?
18) অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত কর।
19) আলোর সাপেক্ষে লঘু ও ঘন মাধ্যম বলতে কী বোঝো?
20) উত্তল দর্পণের ব্যবহার লেখ।
21) কোন গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে?

Madhyamik Physical Science Suggestion 2024

1) উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে?
2) অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
3) দৃশ্যমান বর্ণালী কাকে বলে?
4) একটি লাল কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে?
5) দৈর্ঘ্যের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
6) সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মান কি একই হবে? এদের মধ্যে সম্পর্ক লেখ।
7) কোন বস্তুরৈখিক বিবর্তন 2.5। এর অর্থ কি?
8) আলুর কেন্দ্র কাকে বলে?
9) ফোকাস দৈর্ঘ্য কাকে বলে?
10) মুখ্য ফোকাস কাকে বলে?
11) বর্ণালীর উপাদান গুলি কি কি?
12) বর্ণালী কাকে বলে?
13) কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝায়?
14) অদৃশ্য আলো বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
15) সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
16) গাড়ির কুয়াশা ভেদি আলো হলুদ হয় কেন?
17) দর্পণের উন্মেষ বলতে কী বোঝো?
18) শুদ্ধ বর্ণালী কাকে বলে?
19) অশুদ্ধ বর্ণালী কাকে বলে?
20) লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? এর একক কি?
21) পরিপূরক বর্ণ কাকে বলে?
22) আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝায়?
23) প্রাথমিক বর্ণ ও গৌণ বর্ণ এর সংজ্ঞা দাও।
24) তরলের আপাতপ্রসারণ গুণাঙ্ক কাকে বলে?
25) প্রতিসরণের দুটি সূত্র বিবৃত করো।
26) একবর্নীও বহু বর্ণী আলো বলতে কী বোঝায়?
27) ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।
28) শর্ট সার্কিট বলতে কী বোঝো?
29) তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি কেন?
30) নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট উপাদানের পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
31) পরিবাহীর রোধের উপর চাপের প্রভাব কি?
32) স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র বিবৃতি কর এর গাণিতিক রূপটি লেখ?

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 FAQ

Q: মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf কীভাবে ডাউনলোড করবো?

Ans: মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। Join Now

Q: মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf পেতে গেলে কি টাকা লাগবে?

Ans: না, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf পেতে গেলে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 PDF: Download Now

মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career