Madhyamik Result 2023: মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। কিছুটা টেনশনের মধ্যেও রয়েছেন তাঁরা। মধ্যশিক্ষা পর্ষদ এখনও জানায়নি রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ কোনটি। বদলে তিনটি সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইঙ্গিত মিলছে খুব সম্ভবত এই সপ্তাহ অথবা পরের সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেতে পারে।
ইতিমধ্যে যা খবর, জমা পড়ে গিয়েছে একশো শতাংশ পরীক্ষার্থীদের নম্বর। চলছে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া। তাও প্রায় শেষের মুখে।অতএব শীঘ্রই ফলাফল প্রকাশের সম্ভাবনা দেখা দিচ্ছে। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষের দিকে অথবা পরের সপ্তাহের প্রথম দিকে (১৫ তারিখ নাগাদ) ফলপ্রকাশ হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে চূড়ান্ত আপডেটটি অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবেন?
প্রসঙ্গত, আগের বছরের চাইতে এ বছরে ফলাফল প্রকাশ যে দ্রুত হবে তা আগেই জানিয়েছিল পর্ষদ। আগের বছর ৭৯ দিনের মাথায় প্রকাশ পেয়েছিল রেজাল্ট। আর এবার তার চেয়েও কম সময়ের মধ্যে পরীক্ষার্থীদের ফলাফল জানিয়ে দিতে পারবে বলে আশাবাদী মধ্যশিক্ষা পর্ষদ।
 
				            
 
         
			
 
                                 
                              
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		