এক নজরে
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023: এদিন 19 মে, শুক্রবার সকাল 10 টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। গত বছরের ন্যায় এ বছরেও কয়েক লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উপস্থিত হয়েছিল। কিন্ত অনেকেরই মোবাইল ফোনে মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখা যাবে সে বিষয়টি অজানা রয়েছে। এই প্রতিবেদনে মোবাইল ফোনে মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখা যাবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023
মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2023 এদিন সকাল 10 টায় প্রকাশিত হয়েছে। প্রায় 76 দিনের মাথায় প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। 2023 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, শেষ হয়েছিল মার্চ মাসের 4 তারিখ। কাছে মোবাইল ফোন থাকলে পরীক্ষার্থীরা খুব সহজেই নিজেদের পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।
মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য নীচের বাটনে ক্লিক করুন 👇👇👇
মোবাইল ফোনে মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবো?
Step-1: মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করতে হবে।
Step-2: “Madhyamik Result 2023” অংশে ক্লিক করতে হবে।
Step-3: “Enter Your Registration No.” – এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্ম তারিখ দিতে হবে।
Step-4: ”Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপর পরীক্ষার্থী মাধ্যমিক রেজাল্ট দেখতে পারবে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক করবেন কিভাবে?
মাধ্যমিক রেজাল্ট 2023 SMS -এর মাধ্যমে কিভাবে দেখবো?
মোবাইল ফোনে SMS -এর মাধ্যমেও খুব সহজেই মাধ্যমিক রেজাল্ট 2023 চেক করতে পারবেন।
WB10<space> Roll. No. লিখে ম্যাসেজটি 5676750 / 56070 / 56263 নম্বরে পাঠাতে হবে।
তারপর SMS -এর মাধ্যমে রেজাল্ট চলে আসবে।