শিক্ষার খবর

মাধ্যমিক রুটিন 2023 । মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 pdf download

Advertisement

মাধ্যমিক রুটিন 2023: প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক রেজাল্ট প্রকাশের দিন আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো। 2023 মাধ্যমিক পরীক্ষা কবে হবে? কোন দিন কি পরীক্ষা হবে? আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিন জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে। এদিন ৩ জুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ‘মাধ্যমিক রুটিন 2023’ ঘোষণা করেছেন। WBBSE Madhyamik Routine PDF Download

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023

মাধ্যমিক সাজেশন ২০২৩
পরীক্ষার নামমাধ্যমিক 2023
বোর্ডমধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষা শুরু23 ফেব্রুয়ারি, 2023
পরীক্ষা শেষ4 মার্চ, 2023
অফিশিয়াল ওয়েবসাইটwww.wbbse.wb.gov.in / www.wbbse.org
Download linkGiven below

2023 মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

2023 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 23 ফেব্রুয়ারি, 2023 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 4 মার্চ। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে 11 টা 45 মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ।

2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর তরফ থেকে এদিন 19 জানুয়ারি, বৃহস্পতিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী মধ্যমিকের ইতিহাস পরীক্ষা 27 ফেব্রুয়ারির পরিবর্তে 1 মার্চ হবে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের জন্য ইতিহাস পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। অন্যান্য পরীক্ষার দিনক্ষণ অপরিবর্তিত থাকবে।

মাধ্যমিক সাজেশন 2023

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023
তারিখবিষয়
23 ফেব্রুয়ারি, বৃহস্পতিবারপ্রথম ভাষা
24 ফেব্রুয়ারি, শুক্রবারদ্বিতীয় ভাষা
25 ফেব্রুয়ারি, শনিবারভূগোল
28 ফেব্রুয়ারি, মঙ্গলবারজীবন বিজ্ঞান
1 মার্চ, বুধবারইতিহাস
2 মার্চ, বৃহস্পতিবার গণিত
3 মার্চ, শুক্রবারভৌত বিজ্ঞান
4 মার্চ, শনিবারঐচ্ছিক বিষয়

আরও পড়ুনঃ
নবান্ন স্কলারশিপ ২০২২
বিকাশ ভবন স্কলারশিপ ২০২২

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 PDF

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 PDF প্রকাশ করা হয়েছে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে 2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন PDF ডাউনলোড করতে পারবেন।

মাধ্যমিক রুটিন 2023

2023 মাধ্যমিক রুটিন FAQ

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 কীভাবে ডাউনলোড করবো?

এই পোস্টে মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে।

2023 মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে?

23 ফেব্রুয়ারি, 2023 থেকে।

2023 মাধ্যমিক টেস্ট পরীক্ষা কি হবে?

হ্যাঁ, 2023 মাধ্যমিক টেস্ট পরীক্ষা নেওয়া হবে।

Related Articles