শিক্ষার খবর

বদলে যাবে মাধ্যমিকের সিলেবাস! পুরনো সিলেবাস সংস্কারের পথে রাজ্য সরকার

Advertisement

বদলে যেতে পারে মাধ্যমিকের সিলেবাস। মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে রদবদল আসার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে। সূত্রের খবর, মূলত আইসিএসই ও সিবিএসই বোর্ডের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাসকে তৈরি করতে চাইছে রাজ্য সরকার। নবম-দশম শ্রেণীর সিলেবাসের ক্ষেত্রে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি শীঘ্রই এ ব্যাপারে বৈঠকে বসতে পারেন রাজ্যের অ্যাডভোকেড জেনারেল ও শিক্ষা দফতরের সচিব। সিলেবাস সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

এর আগে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন তুলেছিলেন, এ রাজ্যের সিলেবাস যথেষ্টই পুরনো। তাই এই সিলেবাস কাঠামোকে এবার সংস্কার করুক রাজ্য। অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে মাধ্যমিকের পাঠ্যক্রমকে সংস্কার করার কথা বলেন তিনি। এদিকে, চলতি বছরে তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। দিল্লি বোর্ডের সিলেবাসের প্রতি আকর্ষণেই কি মুখ ফিরিয়ে নিচ্ছেন পড়ুয়ারা? এছাড়া ইদানিং দেখা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের স্কুল ছেড়ে বহু পড়ুয়াই দিল্লি বোর্ডের স্কুলগুলিতে ভর্তি হয়ে যাচ্ছেন। বিচারপতির বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়ারা অন্য বোর্ডের পড়ুয়াদের সঙ্গে প্রতিযোগিতায় কোনো অংশেই কম যাননা। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মান্ধাতার আমলের সিলেবাস থাকায় বহু সচেতন অভিভাবকেরা অন্য বোর্ডের অধীনস্থ স্কুলগুলিতে ভর্তি করছেন সন্তানদের।

আরও পড়ুনঃ ‘স্থানীয় ভাষায় উত্তর লিখতে দেওয়া হোক পড়ুয়াদের’ অনুরোধ ইউজিসির

প্রসঙ্গত, বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় পশ্চিমবঙ্গের পড়ুয়াদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে পুরনো সিলেবাস কাঠামোকেই দায়ী করা হচ্ছে। তাই আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়ুয়ারা যাতে অন্যান্য বোর্ডের সঙ্গে প্রতিযোগিতায় ভালো ফল করতে পারে সে ব্যাপারে এবার ভাবনাচিন্তা করছে রাজ্য। এবার নবম-দশমের সিলেবাস নিয়ে সিদ্ধান্ত এলে মাধ্যমিক পরীক্ষায় নয়া সিলেবাসে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।

মাধ্যমিকের সিলেবাস

Related Articles