এক নজরে
Group C Recruitment: কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্গত National Institute of Agricultural Extension Management (MANAGE) এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে একাধিক পদে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। গোটা ভারতবর্ষ জুড়ে বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী ন্যূনতম যোগ্যতায় সরকারি চাকরি খুঁজছেন। তাদের জন্য এই সুযোগটি একেবারেই অনবদ্য। তাই এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই Exam Bangla র আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে। আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সহজ ভাষায় পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কিত তথ্য গুলি বিশদে উল্লেখ করা হলো।
MANAGE Group C Recruitment 2025
যে সমস্ত পদে নিয়োগ করা হবে-
- জুনিয়র স্টেনোগ্রাফার,
- আপার ডিভিশন ক্লার্ক,
- জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট,
- মাল্টি টাস্কিং স্টাফ।
মোট শূন্য পদের সংখ্যা- ৭ টি।
পদ অনুসারে নিয়োগের বিবরণ
১) জুনিয়র স্টেনোগ্রাফার:
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং শর্ট হ্যান্ড এ প্রতি মিনিটে ৮০ টি শব্দ ইংরেজি টাইপিং এর দক্ষতা। এর পাশাপাশি অবশ্য প্রতি মিনিটে ৩০ টি শব্দ ইংরেজি টাইপিং দক্ষতাও থাকতে হবে।
মাসিক বেতন- বেতনক্রম ৪ অনুসারে ন্যূনতম ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
অন্যান্য যোগ্যতা- কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে এবং অন্ততপক্ষে দুই বছরের পূর্ব অভিজ্ঞ হতে হবে চাকরিপ্রার্থীকে।
২) আপার ডিভিশন ক্লার্ক:
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক হলেই এই পদে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রেও প্রতি মিনিটে ৩০ টি শব্দ ইংরেজি টাইপ করার দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন- বেতনক্রম ৪ অনুসারে ন্যূনতম ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
অন্যান্য যোগ্যতা- সরকারি দপ্তর অথবা প্রসিদ্ধ কোন সংস্থা তিন বছরের কাজের অভিজ্ঞতা, সরকারি অফিসের নিয়ম কানুন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সরকারি দপ্তরে স্টাফ নিয়োগ
৩) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:
শিক্ষাগত যোগ্যতা- প্রথম শ্রেণীতে যে কোন স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি ইলেকট্রনিক্স বিষয়ের উপর একটি সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এছাড়াও ডিপ্লোমা ডিগ্রি অথবা স্নাতক বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
অন্যান্য যোগ্যতা- নেটওয়ার্কিং বিষয়ের অন্ততপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- বেতন ক্রম ২ অনুসারে ন্যূনতম ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
৪) মাল্টি টাস্কিং স্টাফ:
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং সাধারণ কম্পিউটার বা আইটি কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন- বেতন ক্রম ১ অনুসারে ন্যূনতম ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।
অন্যান্য যোগ্যতা- কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে চাকরিপ্রার্থীকে।
চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি (Group C Recruitment)
প্রতিটি পদ অনুসারে সেই পদের চাহিদা অনুযায়ী চাকরি প্রার্থীদের যথাযথ পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হবে। এই বিষয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত উল্লেখ রয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। নিয়োগ বিজ্ঞপ্তিটি এই প্রতিবেদনের নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন চাকরি প্রার্থীরা।
আবেদন পদ্ধতি
প্রতিটি ইচ্ছুক আবেদনকারীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া আবেদনের নিয়ম মেনে অফলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য আবেদনপত্র প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে ২৮ শে জুলাই তারিখের মধ্যে The Deputy Director (Administration), National Institute of Agricultural Extension Management (MANAGE), Rajendranagar, Hyderabad – 500 030, Telangana -এই ঠিকানায় জমা করতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.