এক নজরে
Miscellaneous Mains Exam Date: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো মিসলেনিয়াস মেন্স পরীক্ষার তারিখ। সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের ১১/২০২৩ বিজ্ঞপ্তি অনুসারে মিসলেনিয়াস নিয়োগের মেন্স বা মুখ্য পরীক্ষার এখনো বাকি রয়েছে। এই মিসলেনিয়াস নিয়োগ প্রক্রিয়ায় ২০২৩ সালে যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের জন্য সুখবর রইল আজকের প্রতিবেদনে।
Miscellaneous Mains Exam Date
২০২৩ সালের পশ্চিমবঙ্গ রাজ্যের মিসলেনিয়াস নিয়োগ পদ্ধতি এতদিন ধরে বাকি ছিল। অধীর আগ্রহে এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে মেন্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। আগামী ৩১শে আগস্ট ২০২৫ তারিখে এই পরীক্ষাটি গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে। মূলত রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে বা পাবলিক সার্ভিস কমিশনের অফিসের আয়োজিত হবে এই পরীক্ষা। ঐদিন মোট তিন দফার মাধ্যমে কোন পরীক্ষাটি আয়োজন করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে-
- Paper I: ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে ১০:৩০ পর্যন্ত।
- Paper II: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি (যেকোনো একটি) নির্বাচিত বিষয়ের পরীক্ষা দিতে পারবেন চাকরি প্রার্থীরা। এই পরীক্ষাটি আয়োজিত হবে সকাল ১১ঃ৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত।
- Paper III: পরীক্ষার তৃতীয় ধাপে জেনারেল স্টাডিজ এবং গণিত বিষয়ের পরীক্ষা দিতে হবে চাকরিপ্রার্থীদের। এই পরীক্ষার জন্য সময় থাকবে দুপুর ২:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে AIIMS এ ৩৫০১ শূন্য পদে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
Miscellaneous Mains Exam এর স্থান
পশ্চিমবঙ্গ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিসলেনিয়াস নিয়োগের ফাইনাল পরীক্ষাটি কলকাতার বিভিন্ন কেন্দ্রের অনুষ্ঠিত হতে চলেছে। এক্ষেত্রে কোন চাকরি প্রার্থীর কোথায় পরীক্ষা কেন্দ্র পড়বে এই বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে এডমিট কার্ড প্রকাশ হলে। পরীক্ষার মোটামুটি এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অনলাইনেই নিজেদের এডমিট কার্ড পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন চাকরি প্রার্থীরা।
আরও পড়ুনঃ ISS কী? কেমন ছিল ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা? পৃথিবীতে ফিরে কী জানালেন ?
প্রত্যেকটি চাকরি প্রার্থীর পরীক্ষার আগের এই শেষ মুহূর্তে ভালোভাবে রিভিশন করে নেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। Miscellaneous Mains Exam এর জন্য এখনো প্রায় ১.৫ মাস সময় রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। এই সময়ে মানসিক শান্তি বজায় রেখে সুস্থ স্বাভাবিকভাবে তাকে প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে বিভিন্ন Mock Test বিয়ে নিজেদের ভিতকে আরো বেশি মজবুত করে তুলতে পারেন চাকরিপ্রার্থীরা।