চাকরির খবর

রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে বিরাট নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

Advertisement

রাজ্যে মিউনিসিপাল সার্ভিস কমিশন (MSCWB) এর মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

MSCWB Recruitment 2023

Employment No.- 01 of 2023
পদের নাম- Sub Assistant Engineer (Civil)
মোট শূন্যপদ- ৬৭ টি। (UR-29, UR PWD-2, SC- 19, ST-04, OBC- 13)

পদের নাম- Sub Assistant Engineer (Electrical)
মোট শূন্যপদ- ১০ টি। (UR-7, SC-1, ST-1, OBC-1)

পদের নাম- Sub Assistant Engineer (Mechanical)
মোট শূন্যপদ- ১০ টি। (UR-5, UR PWD-1, SC-3, OBC-1)

শিক্ষাগত যোগ্যতা- উপরে উল্লেখিত পদগুলির ক্ষেত্রে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil/ Electrical/ Mechanical Engineering -এ Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল ১২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

join Telegram

পদের নাম- Deputy Analyst (Microbiology)
মোট শূন্যপদ- ২ টি। (UR- 1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Microbiology/ Biochemistry -তে M.Sc বা M.D করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল ১৬ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম- Assistant Analyst
মোট শূন্যপদ- ৫ টি। (UR-2, SC-2, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Science with Chemistry/ Science with Biochemistry -তে Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল ১১ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করুন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- ৩১ মার্চ, ২০২৩ থেকে ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Written Exam, PET/ PST, Skill Test, Document Verification and Medical Examination -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

FB Join

Official Notification
Civil: Download Now
Electrical: Download Now
Mechanical: Download Now
Assistant Analyst: Download Now
Deputy Analyst: Download Now
Apply Now: Click Here

Related Articles