চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা

রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। মাসিক বেতনের বিনিময়ে রাজ্যের চাইল্ড হোমে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার যোগ্য প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউর তারিখ ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ

পদের নাম— Educator, Special Educator
মোট শূন্যপদ— ২ টি।
শিক্ষাগত যোগ্যতা— উল্লিখিত শূন্যপদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। Special Educator পদের আবেদন জানানোর জন্য স্নাতক পাশের পাশাপাশি প্রার্থীকে Diploma in Special Education (Mental Retardation) বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।

চাকরির খবরঃ সরকারি দপ্তরে সুপারভাইজার নিয়োগ

মাসিক বেতন— Educator পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন ১০,০০০/- টাকা। Special Educator পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হলো ২৩,১৭০/- টাকা।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— আবেদন করার জন্য প্রস্তাবিত আবেদনপত্র অফিসিয়াল নোটিফিকেশনের নিচের অংশে পেয়ে যাবেন প্রার্থীরা। উক্ত আবেদনপত্রটিতে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন- বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইত্যাদি পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি স্ক্যান করতে হবে। একটি ফাইলে স্ক্যান করা আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্ট nnhsamity@gmail.com ইমেইল এড্রেস এ সেন্ড করতে হবে। ইন্টারভিউ তারিখে প্রার্থীদের সমস্ত নথিপত্রের হার্ড কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউর তারিখ— Educator পদের প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে। Special Educator পদের প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে।

চাকরির খবরঃ রাজ্য জুড়ে ৮৩৪ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল

ইন্টারভিউর ঠিকানা— Office of the Children home for CWSN Boys, Nakashipara Nirmal Hriday Samity, Vill-Galaidaripara, P.O- Badbillwagram, P.S- Nakashipara, Dist- Nadia. Pin- 7 41126

রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ