নদীয়া জেলা আদালতে ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।
Employment No. – 205
পদের নাম – Bench Clerk for Fast Track Court/ Bench clerk for Additional District Judge Court
মোট শূন্যপদ – ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেশন এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বেতন – ১০,০০০ টাকা।
চাকরির খবরঃ রাজ্যে একাধিক শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ
[quads id=10]
পদের নাম – English Stenographers for Fast Track Courts
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে। সেইসঙ্গে স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকা বাধ্যতামূলক।
বেতন – ৮,০০০ টাকা।
পদের নাম – Peon in Additional District Judge Court
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে।
বেতন – ৮,০০০ টাকা।
চাকরির খবরঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ
[quads id=10]
বয়সসীমা – ইছুকপ্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটি মুখবন্ধ খামে প্রস্তাবিত আবেদনপত্রের সহিত নিজেদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কাজের পূর্ব অভিজ্ঞতার কাগজপত্র দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – District Judge, Nadia, Krishnagar, Zilla Adalat Shaban, PIN- 741101
আবেদনের শেষ তারিখ – ৩০ মে, ২০২৩।
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here







