চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ন্যাশনাল হাইওয়ে দপ্তরে ম্যানেজার পদে চাকরি, দেখুন আবেদন পদ্ধতি

ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ডেপুটি ম্যানেজার (Deputy Manager) পদে সরাসরি ও অনলাইন আবেদনের মাধ্যমে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। কিভাবে নিয়োগ করা হবে তা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত নোটিশটি পড়তে হবে।

পদের নাম- ডেপুটি ম্যানেজার (Technical)

শূন্যপদ- মোট ৪১ টি (UR- 18/SC- 06/ST- 04/OBC- 10/EWS- 04)

More Job: ব্যাংকে ৫ হাজার ক্লার্ক নিয়োগ চলছে

[quads id=10]

বয়স- প্রার্থীর বয়স যেন ৩০ বছরের উর্ধ্বে না হয়। সরকারি নিয়ম অনুসারে অসংরক্ষিত পদের ক্ষেত্রে বয়সের ছাড় পাবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) বিষয়ে ডিগ্রী কোর্স পাশ।

বেতন- ১৫,৬০০ – ৩৯,১০০/- সঙ্গে গ্রেড পে ৫,৪০০/- টাকা।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাকি যে সমস্ত প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং এর GATE পরীক্ষায় স্কোর করতে পেরেছেন সেই সমস্ত প্রার্থীদেরকে সরাসরি নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার জন্য NHAI -এর ওয়েবসাইট www.nhai.gov.in পেজে ভিজিট করুন।

More Job: কয়েক হাজার শূন্যপদে শিক্ষক, ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি

Visit official Website

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ