চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

NDA Group- C Recruitment 2023: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

NDA Group- C Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No– Nil
পদের নাম- Lower Division Clerk
মোট শূন্যপদ- ২৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের (Typing Speed) অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Multi Tasking Staff
মোট শূন্যপদ- ১৮২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।

চাকরির খবরঃ রাজ্যের মিউজিয়ামে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

FB Join

[quads id=10]

পদের নাম- Painter, Draughtsman, Civilian Motor Driver, Compositor-Cum-Printer, Cinema Projectionist, Cook, Blacksmith, Fireman, Technical Attendant
মোট শূন্যপদ- ৪৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে নিচে দেওয়া Apply Now বাটনে ক্লিক করে পূরণ করা আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২০ জানুয়ারি, ২০২৩

Official Notification: Download Now
Eligibility & Instruction: Download Now
Online Apply: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ