রেজাল্ট

NEET UG Result: নিট ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশিত! শীঘ্রই শুরু হবে কাউন্সিলিং

Advertisement

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতক (NEET UG) ২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। যে সকল প্রার্থীরা এবছর পরীক্ষায় বসেছিলেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট (neet.nta.nic.in) মারফত সরাসরি নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।

রেজাল্ট চেক করবেন কিভাবে?

১) প্রথমে (neet.nta.nic.in)-এ যেতে হবে।

২) এরপর পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা কমিশনের

৩) রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের।

৪) স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে নেবেন।

গত ১৫ এপ্রিল শেষ হয়েছিল নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন। আবেদনরত মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ লাখ। এর মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১১.৮ লক্ষ। আর পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৯.০২ লক্ষ। সর্বাধিক আবেদন এসেছে মহারাষ্ট্র থেকে। এ বছর নিট ইউজি পরীক্ষায় ইংরেজির পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছিল। গত ৭ মে আয়োজিত হয়েছিল নিট ইউজি পরীক্ষা। আর এবার প্রকাশ পেল পরীক্ষার ফলাফল। ইতিমধ্যে খবর, ফল ঘোষণার পরই কাউন্সিলিংয়ের সময়সূচি প্রকাশ করা হবে।

NEET UG Result: Click Here


NEET UG

Related Articles