ICMR Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও একটি সুখবর। দেশের দুটি কেন্দ্রীয় সংস্থা প্রকাশ করল একাধিক পদে চাকরির নতুন বিজ্ঞপ্তি। নানান যোগ্যতায় নিয়োগ করা হবে প্রার্থীদের। EXAM BANGLA র আজকের এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিটি পদে নিয়োগের যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য ভালোভাবে বুঝে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন।
নিয়োগকারী সংস্থা- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোহেমাটোলজি (NIIH)।
১. অ্যাসিস্ট্যান্ট (ASST01)-
- বেতন- লেভেল ৬ অনুযায়ী, ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
- বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
- শূন্যপদ- ১ টি।
- শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে নূন্যতম ৩ বছরের স্নাতক ডিগ্রী এবং কম্পিউটার (এমএসঅফিস এবং পাওয়ার পয়েন্ট)সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
২. আপার ডিভিশন ক্লার্ক (UDC02)-
- বেতন- লেভেল ৪ অনুযায়ী, ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
- বয়সসীমা- আবেদনকারীকে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
- শূন্যপদ- ১ টি।
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রী। এবং কম্পিউটারে ইংরেজিতে ৩৫ টি শব্দ/ মিনিট অথবা হিন্দিতে ৩০ টি শব্দ/ মিনিট টাইপ করার দক্ষতা থাকতে হবে।
৩. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC03)-
- বেতন- লেভেল ২ অনুযায়ী, ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
- বয়সসীমা- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
- শূন্যপদ- ১ টি।
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাস অথবা সমমানের কোনো ডিগ্রী। পাশাপাশি কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি এবং হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
চাকরির খবরঃ ৪৯৮৭ টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ
৪. পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (PA04)-
- বেতন- লেভেল ৬ অনুযায়ী, ৩৫, ৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
- বয়সসীমা- আবেদনকারীকে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- শূন্যপদ- ১ টি
- শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় কমপক্ষে ৩ বছরের স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা এবং শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০ দিন শব্দ টাইপিং এর গতি (ইংরেজি বা হিন্দি)।
৫. টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট (TA05)
- বেতন- লেভেল ৬ অনুযায়ী, ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
- বয়সসীমা- ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- শূন্যপদ- ২ টি।
- শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সাইন্স অথবা বায়োটেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রী (ফার্স্ট ক্লাস)।
৬. টেকনিশিয়ান-১ (TECHO6)
- বেতন- লেভেল ২ অনুযায়ী, ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
- বয়সসীমা- ১৮ থেকে ২৮ বছর ব্যক্তির আবেদন করতে পারবেন।
- শূন্যপদ- ৪ টি।
- শিক্ষাগত যোগ্যতা- সরকার স্বীকৃত বোর্ড থেকে ৫৫ শতাংশ নাম্বারসহ বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণী পাস। পাশাপাশি, যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা।
চাকরির খবরঃ রাজ্যে ৩৫৮৮ শূন্য পদে কনস্টেবল নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
৭. ল্যাব এটেনডেন্ট-১ (LA07)-
- বেতন- লেভেল ১ অনুযায়ী, ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।
- বয়সসীমা- ১৮ থেকে ২৫ বছর।
- শূন্যপদ- ১ টি।
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নাম্বার সহ দশম শ্রেণী পাস। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত ল্যাবে এক বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকারি সংস্থা কর্তৃক প্রদত্ত ট্রেড সার্টিফিকেট।
আবেদন পক্রিয়া- আবেদনকারীরা https://joinicmr.in এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন আবেদন করার জন্যে বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর বাধ্যতামূলক। ইতিমধ্যেই এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীরা আগামী ১৪ আগস্ট ২০২৫ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন।
আবেদন মূল্য-
- সাধারণ/ওবিসি/ইডব্লিউএস: ২০০০/- টাকা।
- SC/ST/মহিলা: ১৬০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি- অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। কিছু পদের জন্য কম্পিউটার দক্ষতা পরীক্ষা বা সিপিটি নেওয়া হবে। যোগ্যতা-পরবর্তী প্রাসঙ্গিক অভিজ্ঞতার উপর নির্ভর করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে।
নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্য:
- এডমিট কার্ড- আবেদনকারীরা সম্ভ্যাব্য এডমিট কার্ড পেতে পারেন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ, ২০২৫।
- সিবিটি এবং সিপিটি- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষা সম্ভ্যাব্য হতে পারে সেপ্টেম্বরের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ, ২০২৫।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.