NIT Durgapur -এ কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৪৯,০০০/- টাকা

Published By: Exam Bangla | Published On:
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর (NIT Durgapur) -এ রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- NITD/ SRCC/ AKC/PHY/2021/30/Recd/02
পদের নাম- Research Associates II
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrochemistry/ Chemistry/ Chemical Engg/ Enargy Science & Engg./ Physics/ Material Science -এ Phd করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৪৯,০০০/- টাকা।

চাকরির খবরঃ GAIL -এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে প্লেন পেপারে আবেদনপত্র লিখতে হবে। পরে ওই আবেদনপত্র সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে বিরাট নিয়োগ

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- National Institute of Technology Durgapur, Mahatma Gandhi Avenue, Durgapur- 713209
আবেদন শেষ তারিখ- ৮ এপ্রিল, ২০২৩
নিয়োগ পদ্ধতি- শর্ট লিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Official Website: Click Here

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, শুরুতেই বেতন ১৮ হাজার টাকা রাজ্যের ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১২ হাজার টাকা কলকাতায় কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৮ হাজার টাকা WBSSC Group C D Exam Date 2026: ভোটের আগেই পরীক্ষা? জেনে নিন এক্ষুনি ৩৫০ শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ, আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল