বিচারপতি গাঙ্গুলির প্রশ্নে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নোবেলজয়ী কি বললেন? পড়ুন বিস্তারিত

বিচারপতি গাঙ্গুলির

সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজ এজলাসে কৌতুহল প্রকাশ করেছিলেন যে, রাজ্যের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নোবেলজয়ীদের কি মতামত। বিচারপতির সরাসরি প্রশ্নবাণ যায় দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবার সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তিনি এ বিষয়ে কিছুই বলতে চান না।

নিয়োগ দুর্নীতি কান্ডে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। আদালতে চলা মামলায় কখনও বাতিল হচ্ছে প্যানেল তো কখনও ভুয়ো শিক্ষকদের চাকরি। নিত্যদিন নয়া বিতর্কে বিদ্ধ হচ্ছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। একাধিক অভিযোগে জর্জরিত নিয়োগ প্রক্রিয়া। গ্রেফতার হয়েছেন বহু নামজাদা ব্যক্তিত্বরা। নিয়োগ পেতে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা।

join Telegram

চাকরির খবরঃ রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগ

এহেন পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি নিজ এজলাসে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সাথে কথোপকথন চলাকালীন বক্তব্য রাখেন, নোবেলজয়ীরা যেখানে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন সেখানে রাজ্যের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তাঁদের প্রতিক্রিয়া কি তা জানতে কৌতুহলী বিচারপতি। এদিন বিচারপতির প্রশ্নের প্রতিক্রিয়া দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

বিচারপতির প্রশ্নের উত্তরে যদিও কিছু বলতে চাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা নিয়ে সিবিআই তদন্ত করছে। এ বিষয় নিয়ে তাঁর কিছু বলার নেই। বলার কারণও নেই। ব্যক্তিগতভাবে তিনি এই বিষয়গুলি নিয়ে চর্চা করেন না। তাই এটা নিয়ে কথা বলার দায়িত্ব তাঁর নেই। এছাড়া তাঁর বক্তব্য, এ বিষয়ে কথা বলাটা দায়িত্বহীন হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বর্তমানে শিরোনামে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর এজলাসে কার্যত তটস্থ রাজ্য। এহেন বাতাবরণে নোবেলজয়ীদের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চর্চা চলছে বিভিন্ন মহলে।

FB Join