NSD Recruitment: সম্প্রতি ন্যাশনাল স্কুল অফ ড্রামা তাদের থিয়েটার প্রোডাকশনের জন্য শিল্পী নিয়োগ করবে। এই মর্মে আগ্রহিক শিল্পীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে থিয়েটার বা অভিনয়ের অভিজ্ঞতা থাকলেই পুরুষ মহিলা নির্বিশেষে শিল্পীরা আবেদন জানাতে পারবেন। Exam Bangla‘র আজকের এই প্রতিবেদনে জেনে নিন এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য।
[quads id=21]
নিয়োগকারী প্রতিষ্ঠান- ন্যাশনাল স্কুল অফ ড্রামা (National School of Drama)।
মোট শূন্যপদ- ০৬ টি।
পদের নাম- শিল্পী।
শিক্ষাগত যোগ্যতা-
- যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
- ড্রামাটিক আর্টস বিষয়ে এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা থাকতে হবে।
- ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এর সমমানের কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- অন্তত ১০টি গুরুত্বপূর্ণ প্রোডাকশনে অভিনয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
- থিয়েটারে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
- নাচ, গান ও অন্যান্য শিল্পকলায় পারদর্শী হতে হবে।
- হিন্দি বা যেকোনো ভারতীয় ভাষায় কাজ করার দক্ষতা থাকা আবশ্যক।
- নাটক পরিচালনার দক্ষতা এবং অভিনয় কলা-কৌশল সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
[quads id=21]
চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে
বয়সসীমা- ২০ থেকে ৩৫ বছর।
বেতন- প্রতি মাসে ৪০,০০০ টাকা। (এই পদটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক)
চাকরির খবরঃ ২৩০৮ শূন্য পদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন প্রক্রিয়া- লিখিত আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথি (যেমন- জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার শংসাপত্র) ই-মেলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২১ সেপ্টেম্বর।






