চাকরির খবর

মাধ্যমিক H.S পাশে কর্মী নিয়োগ, আজকেই আবেদন করুন

Share

গোটা দেশজুড়ে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় প্রচুর শূন্যপদে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আপনি যদি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার প্রতিটি পদের শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি বিশদে জানানো হয়েছে। মোট শূন্যপদ- 1000 +

Non- Teaching Staff Recruitment 2021

পদের নাম- সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (5 টি)।
পোস্ট কোড- P0704
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 1 মিনিটে 100 টি শব্দ তোলার গতিতে ডিটেকশন ক্ষমতা থাকা জরুরি।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে।

পদের নাম- নার্স (7 টি)।
পোস্ট কোড- P0600
শিক্ষাগত যোগ্যতা- B.Sc. Nursing বা বিএসসি (অনার্স) নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি রাজ্যের নার্সিং কাউন্সিলে নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। অন্তত ছয় মাসের নার্সিং এ কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে।

পদের নাম- জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল): 5 টি।
পোস্ট কোড- P0602.
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং -এ‌ ডিগ্রী অথবা ডিপ্লোমা কোর্স। সঙ্গে অন্তত দু’ বছর জুনিয়ার ইঞ্জিনিয়ার কিংবা ওয়ার্ক এসিস্টেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): 5 টি।
পোস্ট কোড- P0603
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা কোর্স। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

পদের নাম- সিনিয়র অ্যাসিস্টেন্ট: 45 টি।
পোস্ট কোড- P0605
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ বা মাস্টার ডিগ্রী পাশ। সঙ্গে কম্পিউটারের কাজের জ্ঞান থাকতে হবে।
বয়স- বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

পদের নাম- পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: 9 টি।
পোস্ট কোড- P0607
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 100 টি শব্দ তোলার গতি থাকতে হবে। এবং ইংরেজি বা হিন্দিতে প্রতি মিনিটে 40 টি শব্দ টাইপিং -এর গতি থাকতে হবে।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

পদের নাম- ফার্মাসিস্ট: 5 টি।
পোস্ট কোড- P0504
শিক্ষাগত যোগ্যতা- ফার্মেসি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ। অথবা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ফার্মাসিতে দু বছরের ডিপ্লোমা। পাশাপাশি রাজ্যের ফার্মেসি কাউন্সিল নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

পদের নাম- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: 53 টি।
পোস্ট কোড- P0409
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস।
বয়স- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট: 80 টি।
পোস্ট কোড- P0410
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি। সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

পদের নাম- স্টেনোগ্রাফার: 77 টি।
পোস্ট কোড- P0411
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 80 টি শব্দ তোলার গতি থাকতে হবে। অথবা, হিন্দিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 60 টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স- সর্বোচ্চ 27 বছরের মধ্যে।

পদের নাম- লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: 5 টি।
পোস্ট কোড- P0301
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে লাইব্রেরী সাইন্স অথবা লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ 27 বছরের মধ্যে।

পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: 236 টি।
পোস্ট কোড- P0201
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ। সেইসঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ তোলার গতি থাকতে হবে। অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বয়স- 27 বছরের মধ্যে।

পদের নাম- টেলিফোন অপারেটর: 8 টি।
পোস্ট কোড- P0202
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সুন্দর কণ্ঠস্বর হতে হবে। ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে জানতে হবে।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে 27 বছরের মধ্যে।

পদের নাম- জুনিয়ার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (ইঞ্জিনিয়ারিং সার্ভিস): 35 টি।
পোস্ট কোড- P0204
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স- বয়স হতে হবে 27 বছরের মধ্যে।

পদের নাম- লাইব্রেরী অ্যাটেনডেন্ট: 109 টি।
পোস্ট কোড- P0101
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে লাইব্রেরী সাইন্স বি লাইব্রেরি অন্ড ইনফর্মেশন সাইন্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

পদের নাম- হেলথ অ্যাটেনডেন্ট: 18 টি।
পোস্ট কোড- P0102
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা ITI পাশ। সঙ্গে হেলথকেয়ার মানেজমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

পদের নাম- ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: 152 টি।
পোস্ট কোড- P0103
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

পদের নাম- ইঞ্জিনিয়ারিং অ্যাটেনডেন্ট: 52 টি।
পোস্ট কোড- P0104
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার।
বয়স- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

বয়স সীমা- প্রতিটি পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়স সীমা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তবে প্রতিক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.recruitment.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 16 মার্চ, 2021 তারিখ পর্যন্ত।

আবেদন ফি- অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে Rs. 1000/- টাকা‌ (জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে)। SC/ ST/ PWD/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে Rs. 600/- টাকা। এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে Rs. 800/- টাকা। Debit card, Credit card, Net Banking, UPI, Paytm -এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 17 মার্চ, 2021।

হেল্পলাইন নম্বর- 0120-6895200

অনলাইনে আবেদন করুন 👇👇👇

Click here

অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন 👇👇

Click here

This post was last modified on March 6, 2021 6:59 pm

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৮

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

16 hours ago

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

2 days ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

3 days ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

3 days ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

3 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

3 days ago