JEE Main 2023: জেইই মেন পরীক্ষার পেপার বিশেষে ভিন্ন নম্বরের নিয়ম রাখলো সংস্থা! জানুন বিস্তারিত

JEE Main 2023

JEE Main 2023: সম্প্রতি শুরু হয়েছে জেইই মেন সেশন ১ এর পরীক্ষা। পরীক্ষার আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেইমতো কিছুদিন আগে সংস্থার তরফে প্রকাশিত ব্রোশিওর-এ বিটেক, বিআর্ক ও বিপ্ল্যানিং পরীক্ষার জন্য ভিন্ন ‘মার্কিং সিস্টেমের’ কথা জানানো হয়েছে।

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা জানিয়েছে, জেইই মেন এর বিই ও বিটেক-এর প্রথম পেপারের প্রতিটি বিষয়ে দুটি বিভাগে থাকবে ৯০টি প্রশ্ন। আর মোট নম্বর থাকবে ৩০০। প্রথম ভাগে থাকবে ৬০টি মাল্টিপল চয়েস প্রশ্ন আর দ্বিতীয় ভাগে থাকবে ৩০টি প্রশ্ন। প্রসঙ্গত, নেগেটিভ মার্কিং রাখা হচ্ছে না। বিআর্ক এর ২এ পেপারের অঙ্কের প্রথম ভাগ ও অ্যাপটিটিউডের দ্বিতীয় ভাগের পরীক্ষা, বিপ্ল্যানিং এর ২বি পেপারের অঙ্কের প্রথম ভাগ, অ্যাপটিটিউডের দ্বিতীয় ভাগ ও প্ল্যানিং ভিত্তিক প্রশ্নের তৃতীয় ভাগের পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

join Telegram

অন্যদিকে বিআর্ক এর তৃতীয় ভাগের পরীক্ষা হবে অফলাইনে। যেখানে ৪০০ নম্বরের ৮২টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। নেগেটিভ মার্কিং থাকছে না। এছাড়া, জেইই মেন এর বিই, বিটেক এর প্রথম পেপার, বিআর্ক এর ২ এ পেপার, ও বিপ্ল্যানিং এর ২ বি পেপারের এমসিকিউ প্রশ্নের নম্বরের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী মেনে চলা হবে।

জানুয়ারির ২৪ তারিখ থেকে শুরু হয়েছে জেইই মেন সেশন ১ এর পরীক্ষা। চলবে আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশের ২৯০টি শহরে ও ভারতের বাইরে ২৫টি পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা হবে পরীক্ষার। প্রসঙ্গত, পরীক্ষার ‘মার্কিং সিস্টেম’ এর ব্রোশিওরটি দেখার জন্য পরীক্ষার্থীরা ওয়েবসাইট (https://jeemain.nta.nic.in/information//bulletin) এ যেতে পারেন।