এক নজরে
School Holiday 2025: সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে, আর ইতিমধ্যেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। এই মাসের শেষেই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব- দুর্গাপুজো। তাই সেপ্টেম্বর আর অক্টোবর মাস মিলিয়ে এক গুচ্ছ ছুটি পাবে রাজ্যের সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এই সময় যেমন উৎসবের সময় তেমনি বাংলার ছাত্র-ছাত্রীদের সব থেকে বড় ছুটির সময়। আর মাত্র কয়েকটা দিনের পরেই শুরু হচ্ছে দুর্গাপুজো আর বাংলায় পূজো মানেই লম্বা ছুটির তালিকা। তাহলে সেপ্টেম্বরের শেষ আর অক্টোবর মাস মিলিয়ে মোট কতগুলি ছুটি রয়েছে সরকারি বিদ্যালয়ে? দেখে নিন সম্পূর্ণ তালিকা।
School Holiday 2025
২০২৫ সালের দূর্গা পূজার শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে। বেশিরভাগ বিদ্যালয় গুলি পঞ্চমীর দিন অর্থাৎ ২৭ শে সেপ্টেম্বর থেকে ছুটি (School Holiday 2025) ঘোষণা করে দিয়েছে। আগামী ১ অক্টোবর বুধবার মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিনেই গান্ধী জয়ন্তী উপলক্ষেও বন্ধ থাকে রাজ্যের বিদ্যালয় গুলি। এর পাশাপাশি আগামী ৩ অক্টোবর দুর্গাপুজোর জন্যেই অতিরিক্ত ছুটি মিলবে প্রত্যেকটি বিদ্যালয়ে।
লক্ষ্মীপূজো উপলক্ষে ছুটি
এর পরের দিন অর্থাৎ ৪ অক্টোবর শনিবার এবং ৫ অক্টোবর রবিবার প্রত্যেকটি বিদ্যালয় বন্ধ থাকছে। এর পরের দিন অর্থাৎ ৬ অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মীপূজো উপলক্ষে ছুটি পাবেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। অর্থাৎ মোট দুর্গাপুজো উপলক্ষে ৮ই অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং সরকারি অফিস গুলি বন্ধ থাকবে। লক্ষ্মী পুজো কাটিয়ে একেবারে ৯ অক্টোবরে খুলবে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়।
আরও পড়ুনঃ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন পোর্টাল চালু করল মধ্যশিক্ষা পর্ষদ!
কালীপুজো এবং ভাইফোঁটা উপলক্ষে ছুটি (School Holiday 2025)
দুর্গাপূজা শেষ হওয়ার পরেই অক্টোবর মাসেই কালীপূজা এবং ভাইফোঁটা উপলক্ষে ২০ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ছুটি থাকবে। ওই সপ্তাহে সব মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি দিতে পারে সরকারি বিদ্যালয় গুলি। এরপর ২৭ ও ২৮ শে অক্টোবর সোমবার ছট পুজো উপলক্ষে বন্ধ থাকবে বিদ্যালয়ের পঠন পাঠন। অর্থাৎ সবমিলিয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে একগুচ্ছ ছুটি উপভোগ করার সুযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের কাছে।