ONGC Recruitment 2025: কেন্দ্রীয় সরকার অধিদপ্তর অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এর তরফে বিপুল পরিমাণ যোগ্য প্রার্থীকে প্রশিক্ষণের উদ্দেশ্যে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। মোট ২০০০ এর বেশি শূন্য পদে চাকরি প্রার্থীরা নিজেদের পছন্দমত বিভাগে নিযুক্ত হয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করে নিতে পারবেন। বর্তমানে এপ্রেন্টিস যোগ্যতার চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রতিবেদনটি পড়ে আবেদন সেরে ফেলুন।
নিয়োগ কারী সংস্থা- অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড বা ONGC
পদের নাম- শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস।
মোট শূন্য পদের সংখ্যা- ২৬২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- সম্প্রতি ONGC এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ৩৯ টি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে ITI বা গ্রাজুয়েট যোগ্যতা পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিভিন্ন পদ অনুসারে আবেদনের যোগ্যতা বিভিন্ন রাখা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে হবে চাকরি প্রার্থীদের।
চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে
বয়স সীমা- ০৬/১১/২০২৫ তারই হল সারা আগ্রহী চাকরি প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যবর্তী বয়সী হতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। অর্থাৎ SC/ST চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ২৯ বছর পর্যন্ত এবং OBC চাকরি প্রার্থীরা সর্বত্র ২৭ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
মাসিক স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি কর্মীকে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে।
- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: ১২,৩০০ টাকা
- তিন বছরের ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ১০,৯০০ টাকা
- ট্রেড অ্যাপ্রেন্টিস: ৮,২০০ টাকা
- এক বছরের আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস: ৯,৬০০ টাকা
- দু বছরের আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস: ১০,৫৬০ টাকা
চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্যে থেকে সম্পূর্ণ মেধা ভিত্তিক উপায়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে নির্দিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। সরকারি নিয়ম মেনে SC/ST/OBC/PwBD চাকরি প্রার্থীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
আবেদন পদ্ধতি- আবেদনের আগ্রহী সমস্ত চাকরি প্রার্থীদের NAPS (https://apprenticeshipindia.gov.in) বা NATS (https://nats.education.gov.in) এবং www.ongcapprentices.ongc.co.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রে সবার আগে চাকরি প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করতে হবে এবং তারপরে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
- আবেদনের শেষ তারিখ- ০৬/১১/২০২৫
- মেধা তালিকা প্রকাশের তারিখ- ২৬/১১/২০২৫