ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এন্ড রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- Nil
পদের নাম- Training Resources Person (TRP)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলা এবং ইংরেজি পড়তে ও লিখতে জানতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আনন্দধারার অধীনে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য Resources Person বা Retired Employee -রা আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউতে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
চাকরির খবরঃ ইন্ডিয়ান আর্মিতে বিনামূল্যে প্রশিক্ষণ
ইন্টারভিউ স্থান- Chamber of the ADMD &PD DRDC, DMMU, Civil Defence Building, 2nd floor, Asansol, Paschim Bardhaman
ইন্টারভিউ তারিখ- ১ ফেব্রুয়ারি, ২০২৩( Time- 3:00 PM)
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here








