প্রধানমন্ত্রী পোষণ যোজনায় এবার পশ্চিমবঙ্গ রাজ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্রুপ সি পদে বিভিন্ন চাকরিপ্রার্থীকে নিয়োগের সুযোগ করে দিচ্ছে সরকারি দপ্তর। আপনিও যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা সমস্ত বিবরণ গুলি জেনে নিন। EXAM BANGLA আপনাদের জন্য সব সময় সঠিক এবং গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি গুলি হাজির করে। তাই একেবারে নিশ্চিন্ত হয়ে নিজেদের যোগ্যতা অনুসারে এই পদ গুলিতে আবেদন জানাতে পারেন।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা:
- অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট
- সুপারভাইজার
পদ অনুসারে গুরুত্বপূর্ণ তথ্য-
১) অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট:
মাসিক বেতন- ১১,০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষকের পদে কর্মরত সরকারি কর্মচারী হতে হবে। এছাড়াও সমতুল্য গ্রুপ সি পদের অবসরপ্রাপ্ত কর্মীরাও এখানে আবেদন জানাতে পারেন। আবেদনকারী কর্মীর কম্পিউটার বিষয়ে যথাযথ জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা- সর্বোচ্চ ৬৩ বছর।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, একনজরে দেখে নিন
২) সুপারভাইজার:
মাসিক বেতন- ১০,০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটারের জ্ঞান থাকা প্রয়োজন। এর পাশাপাশি সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীরাই এখানে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা- সর্বোচ্চ ৬৩ বছর।
নিয়োগ পদ্ধতি:
উভয় পদে নিযুক্ত হওয়ার জন্য কর্মীদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আবেদনের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, এই পদে শুধুমাত্র বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফ
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইন মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রথমেই একটি আবেদনপত্র বানিয়ে তার সাথে আবেদন পত্রের উল্লেখ করা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি একত্রিত করে দিতে হবে। সমস্ত কিছু একসাথে একটি মুখবন্ধ খামে করে নিচে দেওয়া ঠিকানায় ২৫/০৪/২০২৫ তারিখ দুপুর দুটোর মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা- BLOCK DEVELOPMENT OFFICER, ONDA DEVELOPMENT BLOCK, VILLAGE-TELLA, P.O.+P.S.-ONDA, DIST.-BANKURA, PIN-722144
প্রয়োজনীয় নথিপত্র:
- EPIC
- ঠিকানার প্রমাণপত্র
- পূর্ব অভিজ্ঞতা এবং বিগত চাকরির বিবরণ
- PPO
- শেষ বেতনের রশিদ
- বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অথবা পেনশনের কাগজ
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.