দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনায় আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল ভারতের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান PNB হাউজিং ফাইন্যান্স। PNB Housing Finance Scholarship প্রোগ্রামের মাধ্যমে প্রতিবছরই নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরের ছাত্র- ছাত্রীদের বার্ষিক ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই স্কলারশিপে কীভাবে আবেদন করা যাবে? কত নম্বর পেলে আবেদন করা যাবে? ইত্যাদি খুঁটিনাটি নিয়ে বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।
এক নজরে
PNB Housing Finance Scholarship 2026
| স্কলারশিপের নাম | PNB Housing Finance Scholarship 2026 |
| স্কলারশিপের ধরণ | বেসরকারি |
| প্রদানকারী সংস্থা | PNB Housing Finance |
| টাকার পরিমাণ | ১০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু/ শেষ | আবেদন চলছে |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.vidyasaarathi.co.in, https://www.buddy4study.com/ |
| হেল্পলাইন নম্বর | (022) 4090 4484 |
স্কলারশিপের জন্য শিক্ষাগত যোগ্যতা
এই স্কলারশিপের জন্য কোন আবেদনকারীকে কত নম্বর পেতে হবে তা নীচে উল্লেখ করা হল-
| শিক্ষাগত যোগ্যতা | প্রাপ্ত শতাংশ |
| মাধ্যমিক | ৬০ শতাংশ |
| উচ্চ মাধ্যমিক | ৬০ শতাংশ |
| ডিপ্লোমা স্তরে | ৬০ শতাংশ |
| আন্ডার গ্র্যাজুয়েট (UG) | ৫০ শতাংশ |
| পোস্ট গ্র্যাজুয়েট (PG) | ৫০ শতাংশ |
অন্যান্য যোগ্যতা
১) এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
২) আবেদনকারীকে অবশ্যই ভারতের যেকোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারীর নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
স্কলারশিপের টাকার পরিমাণ
শিক্ষার্থীর পাঠরত ক্লাস বা শ্রেণী অনুযায়ী বৃত্তির পরিমাণ আলাদা আলাদা। এক নজরে দেখে নিন কোন স্তরে কত টাকা পাওয়া যাবে-
| ক্লাসের নাম | বার্ষিক বৃত্তির পরিমাণ |
| নবম ও দশম শ্রেণী | ১০,০০০ টাকা |
| একাদশ-দ্বাদশ ও ITI | ১২,৫০০ টাকা |
| ডিপ্লোমা কোর্স | ২৫,০০০ টাকা |
| আন্ডার গ্র্যাজুয়েট (UG) | ৩০,০০০ টাকা |
| পোস্ট গ্র্যাজুয়েট (PG) | ৪০,০০০ টাকা |
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার সময় নিচের নথিপত্রগুলি স্ক্যান করে হাতের কাছে রাখুন:
- নিজের সচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড ইত্যাদি)
- জন্ম সার্টিফিকেট।
- পারিবারিক আয়ের সার্টিফিকেট।
- শেষ পরীক্ষার মার্কশিট।
- স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড/ ভোটার কার্ড)।
- বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো।
আবেদন করার পদ্ধতি
PNB হাউজিং ফাইন্যান্স স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার সময় নিচের ধাপগুলি অনুসরণ করুন:
১) প্রথমে Vidyasarathi (https://www.vidyasaarathi.co.in) বা Buddy4study (https://www.buddy4study.com/) এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন।
২) নতুন ইউজার হিসেবে নাম, মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে Registration সম্পন্ন করুন।
৩) এরপর লগ-ইন করে স্কলারশিপ বিভাগে গিয়ে “PNB Housing Finance Scholarship” অপশনটি বেছে নিন।
৪) স্ক্রিনে আবেদন পত্র আসবে, মনোযোগ সহকারে ফিলাপ করুন।
৫) প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করুন।
৬) সব তথ্য মিলিয়ে দেখে নিয়ে আবেদনপত্রটি Submit করুন।
আবেদনের শেষ তারিখ
এই স্কলারশিপে এবছরের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সাধারণত নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা পড়ার পর পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। তাই সময় নষ্ট না করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা বিদ্যাসারথি পোর্টাল ফলো করুন।
স্কলারশিপের হেল্পলাইন
ফোন নম্বর: (022) 4090 4484.
ইমেইল: vidyasaarathi@proteantech.in.
সময়: সোমবার থেকে শুক্রবার (সকাল ৯:৩০ – সন্ধ্যা ৬:০০ পর্যন্ত)।