TET Exam 2022: পরীক্ষার্থীদের আশ্বস্ত করতে OMR শিট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের!
ডিসেম্বরের ১১ তারিখ সম্পন্ন হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা। পর্ষদের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে এবারের টেটে কোনোও জালিয়াতি বরদাস্ত হবে না। তবে সম্প্রতি হুগলির যুবনেতার ফ্ল্যাট থেকে ২০২২ সালের বেশ কিছু টেট পরীক্ষার্থীর উত্তরপত্র (ওএমআর শিট) উদ্ধার হওয়ায় বিস্তর শোরগোল সৃষ্টি হয়েছে। তাই পরীক্ষার্থীদের আশ্বস্ত করতে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের ওএমআর শিটগুলি পর্ষদের কাছে সুরক্ষিত অবস্থায় আছে। এর সাথে এবারের টেটে কোনোরূপ কারচুপির যে সুযোগ নেই তাও উল্লেখ করা হয়েছে। প্রযুক্তিগত দিক থেকেও ওএমআর শিটগুলিকে কোনোওভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। পর্ষদ জানিয়েছে, খুব শীঘ্রই প্রকাশ পাবে টেট পরীক্ষার রেজাল্ট। আর এই রেজাল্টের সাথে পরীক্ষার্থীদের ওএমআর শিটগুলি ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা তাঁদের উত্তরপত্রের প্রতিলিপির সাথে প্রাপ্ত নম্বর মিলিয়ে দেখার সুযোগ পাবেন।
চাকরির খবরঃ রাজ্যে স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কান্ডে ইডির তল্লাশিতে হুগলির যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ‘ওএমআর শিট’ প্রসঙ্গে সম্প্রতি বিবৃতি দেন পর্ষদ সভাপতি। পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ায় কথা বলেন তিনি। একইসাথে তাঁর বক্তব্য ছিল উদ্ধার হওয়া ওএমআর শিটগুলি আদতে পরীক্ষার্থীদের কাছে থাকা উত্তরপত্রের ফটোকপি। তবে সকল পরীক্ষার্থীদের অরিজিনাল উত্তরপত্র পর্ষদের কাছেই রয়েছে। সূত্রের খবর, যুবনেতার ফ্ল্যাটে টেট পরীক্ষার ওএমআর শিট কিভাবে পৌছলো তার তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। আর এদিকে প্রার্থীদের উত্তরপত্র যে পর্ষদের কাছেই সঠিক অবস্থায় আছে সে প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কোল্ড ফিল্ডস লিমিটেডে কর্মী নিয়োগ