চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট- ৭: বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download

Primary TET Bangla Practice Set

১) শুক্কুরবার ছোট কাকা আসবেন। এখানে ‘শুক্কুরবার’ কিসের উদাহরণ?
[A] ধ্বনি পরিবর্তন
[B] ধ্বনি বিপর্যয়
[C] স্বরভক্তি
[D] ব্যঞ্জনালোপ
উঃ [A] ধ্বনি পরিবর্তন

২) ‘ফ্’, ‘ভ্’ হল-
[A] অঘোষ ধ্বনি
[B] অল্পপ্রাণ ধ্বনি
[C] মহাপ্রাণ ধ্বনি
[D] শিস ধ্বনি
উঃ [C] মহাপ্রাণ ধ্বনি

৩) দীর্ঘ বা বিলম্বিত স্বরকে বলে-
[A] স্বরধ্বনি
[B] সরসন্ধি
[C] প্লুতস্বর
[D] যৌগিকস্বর
উঃ [D] যৌগিকস্বর

৪) ‘প্রাচ্য’ শব্দটিকে বিশেষ্য করলে হয়-
[A] প্রচেত
[B] প্রাচী
[C] প্রাচীন
[D] প্রাচ্য
উঃ [D] প্রাচ্য

Primary TET Practice Set Book

৫) নীচের কোন বানানটি ভুল?
[A] নৃশংস
[B] কটুক্তি
[C] উচিত
[D] করনীয়
উঃ [D] করনীয়

৬) ‘কাঁটাল – কাঠাল’ এটি কিসের উদাহরণ?
[A] ঘোষীভবন
[B] পীনায়ন
[C] ক্ষীনায়ন
[D] অঘোষীভবন
উঃ [B] পীনায়ন

[quads id=10]

৭) একটি খাঁটি দেশি শব্দের উদাহরণ হল-
[A] মাছ
[B] ভাত
[C] কাঠ
[D] ঝাড়
উঃ [D] ঝাড়

৮) হেসে খেলে দিন যায় কেটে। এখানে হেসে খেলে হল-
[A] ধনাত্মক শব্দ
[B] শব্দদ্বৈত
[C] যুক্ত দল
[D] উপরের কোনটাই নয়
উঃ [B] শব্দদ্বৈত

৯) বাচ্চারা চোর-চোর খেলছে। এখানে ‘চোর-চোর’ শব্দটি ব্যবহৃত হয়েছে কোন অর্থে?
[A] বহুলতা বোঝাতে
[B] অনুকরণ অর্থে
[C] নিয়মিত অর্থে
[D] আসন্ন অর্থে
উঃ [B] অনুকরণ অর্থে

১০) ‘কূপমন্ডুক’ বাগধারাটির অর্থ হল-
[A] নলকূপের জল
[B] কোন গর্তের জল
[C] সংকীর্ণচেতা লোক
[D] অগাধ জ্ঞানী ব্যক্তি
উঃ [C] সংকীর্ণচেতা লোক

১১) সহযোগী কর্তা কোন বাক্যটিতে আছে?
[A] বউ ঝিয়ে ঝগড়া করে
[B] পন্ডিত পন্ডিতের তর্ক করে
[C] মায়ে মেয়ে কান্না করে
[D] রাজায় রাজায় যুদ্ধ হয়।
উঃ [A] বউ ঝিয়ে ঝগড়া করে

১২) নীচের কোনটি বেমানান?
[A] চা
[B] চিনি
[C] লিচু
[D] চিংড়ি
উঃ [B] চিনি

১৩) মহিলা সমিতিতে চাঁদা দিলাম। এখানে ‘সমিতিতে’ কি কারক?
[A] কর্তৃকারক
[B] কর্মকারক
[C] অপাদান কারক
[D] নিমিত্তকারক
উঃ [D] নিমিত্তকারক

১৪) সমাস শব্দের অর্থ হল-
[A] সমান
[B] সমান করা
[C] সংক্ষেপ
[D] দুটি পদে ভাঙ্গা
উঃ [C] সংক্ষেপ

Primary TET Bengali Practice Set
বাংলা প্র্যাকটিস সেট-১Click Here
বাংলা প্র্যাকটিস সেট-২Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৩Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৪Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৫Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৬Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৭Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৮Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৯Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১০Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১১Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১২Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৩Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৪Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৫Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৬Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৭Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৮Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৯Click Here
বাংলা প্র্যাকটিস সেট-২০Click Here

১৫) ‘সিঁদুররাঙা’ শব্দটির ব্যাসবাক্য হল-
[A] সিঁদুরের মতো রাঙা
[B] সিঁদুর দিয়ে রাঙা
[C] যে সিন্দুর রাঙা
[D] উপরের কোনটিই নয়
উঃ [A] সিঁদুরের মতো রাঙা

[quads id=10]

Primary TET Bangla Practice Set PDF Download

বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Bangla Practice Set: Download Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ