পরীক্ষা প্রস্তুতি

প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ১৩: শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Advertisement

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET Practice Set Child Development & Pedagogy

১) সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান কাজ কি?
[A] সমাজের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করা
[B] সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা
[C] শিশুর পরিবর্তিত মানসিক চিন্তাভাবনার বিকাশ
[D] শিশুর দায়িত্ব গ্রহণ করা
উঃ [B] সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা

২) সামাজীকরণের ক্ষেত্রে উপযুক্ত কর্মসূচি গ্রহণের সময় হলো-
[A] শৈশব
[B] বাল্য
[C] কৈশোর
[D] প্রাপ্তবয়স্ক
উঃ [C] কৈশোর

৩) সামাজিককরণে চরম পরিণতি হল-
[A] সমাজ সম্পর্কিত চিন্তাভাবনা
[B] সামাজিক আচরণ
[C] সামাজিক পরিণমন
[D] কোনটাই নয়
উঃ [C] সামাজিক পরিণমন

৪) জন্মের সময় একটি শিশুকে কি বলা হয়?
[A] সামাজিক
[B] অসামাজিক
[C] সমাজ বিরোধী
[D] সামাজিক ও অসামাজিক -এর মধ্যবর্তী
উঃ [D] সামাজিক ও অসামাজিক -এর মধ্যবর্তী

৫) ‘Culture’ কথাটি কোন শব্দ থেকে এসেছে?
[A] Colere
[B] Culere
[C] Colare
[D] Culture
উঃ [A] Colere

৬) ‘An Introduction to Sociology’- গ্রন্থটির রচয়িতা কে?
[A] গিলিন ও গিলিন
[B] অগবার্ন
[C] নিমকফ
[D] বিদ্যাভূষণ ও সচদেব
উঃ [A] গিলিন ও গিলিন

৭) একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো-
[A] সংস্কৃতি
[B] মূল্যবোধ
[C] উন্নয়ন
[D] সংহতি
উঃ [A] সংস্কৃতি

৮) ‘শিক্ষা হলো সামাজিক উন্নতি এবং সংস্কারের উপায়’- উক্তিটি কার?
[A] জন ডিউই
[B] জন অ্যাডামস
[C] রুশো
[D] পেস্তালৎসি
উঃ [A] জন ডিউই

৯) কোনটি সামাজিক প্রক্রিয়া?
[A] ধারাবাহিক এবং ব্যক্তি জীবনের সর্বজনীন সঙ্গী
[B] মানব শিশুর সামাজিক মানুষে রূপান্তরের প্রক্রিয়া
[C] ব্যক্তির সঙ্গে সামাজিক সাংস্কৃতিক পরিবেশের মিথষ্ক্রিয়া
[D] উপরের সবকটি
উঃ [D] উপরের সবকটি

১০) ‘School & Society’ গ্রন্থটির লেখক কে?
[A] অগাস্ট কোঁত
[B] জন ডিউই
[C] রবার্ট মার্টিন
[D] এমিল ডুর্কহেইম
উঃ [B] জন ডিউই

১১) একটি শিশুকে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে _________ করতে পারি
[A] সাংস্কৃতিক
[B] সমাজের কাছে গ্রহণযোগ্য
[C] সামাজিক রীতিনীতি সম্পর্কে সচেতন
[D] সবকটি
উঃ [D] সবকটি

১২) শিশুর সামাজিকীকরণ প্রথম শুরু হয়-
[A] পরিবার থেকে
[B] প্রতিবেশী থেকে
[C] মায়ের থেকে
[D] বাবার থেকে
উঃ [A] পরিবার থেকে

১৩) কে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণকে গুরুত্ব দিয়েছেন?
[A] রুশো
[B] ডিউই
[C] রেমন্ট
[D] সক্রেটিস
উঃ [B] ডিউই

১৪) যদি একজন ছাত্র বা ছাত্রী অদ্ভুত পোশাক পরে শ্রেণিকক্ষে আসে, আপনি কি করবেন?
[A] ছাত্র বা ছাত্রীকে ক্লাস করতে বারণ করবেন
[B] তাকে নিয়ে পরিহাস করবেন
[C] তাকে পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে
[D] তার দিকে কোনো মনোযোগ দেবেন না
উঃ [C] তাকে পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে

Primary TET Pedagogy Practice Set
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34Click Here
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35Click Here

১৫) সামাজিকীকরণ শব্দের অর্থ কি?
[A] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়
[B] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর রাজনৈতিক ভাবধারা গড়ে ওঠে
[C] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর বৌদ্ধিক বিকাশ হয়
[D] এটির মাধ্যমে ধর্মবোধের উন্বেষণ হয়
উঃ [A] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়

Primary TET Practice Set PDF Download

শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Practice Set: Download Now

Related Articles