পরীক্ষা প্রস্তুতি

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট | শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Share

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট

১) বিকাশ কোন স্তর থেকে শুরু হয়?
[A] পরবর্তী শৈশব
[B] প্রাক জন্ম
[C] শৈশব
[D] প্রারম্ভিক বাল্যকাল
উঃ [B] প্রাক জন্ম

২) বিকাশ হলো নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই ধারণা নীচের কোন নীতির সঙ্গে সম্পর্ক যুক্ত?
[A] আন্তঃসম্পর্কের নীতি
[B] ধারাবাহিকতার নীতি
[C] সমন্বয় নীতি
[D] মিথস্ক্রিয়ার নীতি
উঃ [B] ধারাবাহিকতার নীতি

৩) নীচের কোন বয়সস্তরে শিশুরা বন্ধুদলের সক্রিয় সদস্য হয়ে ওঠে?
[A] কৈশোরকাল
[B] শৈশবকাল
[C] প্রাপ্তবয়স্ক
[D] প্রারম্ভিক বাল্যকাল
উঃ [A] কৈশোরকাল

৪) কোন স্তর প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত?
[A] 11 থেকে 18 বছর
[B] 18 থেকে 24 বছর
[C] জন্ম থেকে 6 বছর
[D] 6 থেকে 11 বছর
উঃ [D] 6 থেকে 11 বছর

৫) শৈশবকালের সময়সীমা হল-
[A] জন্ম থেকে 2 বছর
[B] জন্ম থেকে 3 বছর
[C] 2 থেকে 3 বছর
[D] জন্ম থেকে 1 বছর
উঃ [A] জন্ম থেকে 2 বছর

৬) বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক?
[A] বিকাশ নির্দিষ্ট বয়সে স্তব্ধ হয়ে যায়
[B] বিকাশের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
[C] বিকাশ হল একমাত্রিক প্রক্রিয়া
[D] বিকাশ বিচ্ছিন্নভাবে হয়
উঃ [B] বিকাশের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

৭) ‘The Play Way’ বইটির রচয়িতা কে?
[A] হেনরি ক্যাল্ডওয়েল কুক
[B] জন ডিউই
[C] রুশো
[D] ফ্রয়েবেল
উঃ [A] হেনরি ক্যাল্ডওয়েল কুক

৮) পিতা-মাতার কাছে সন্তানের বাল্যকাল কী হিসেবে পরিচিত?
[A] খেলার স্তর
[B] ঝঞ্ঝাটপূর্ণ স্তর
[C] সমস্যাকেন্দ্রিক স্তর
[D] উপরোক্ত সবগুলি
উঃ [D] উপরোক্ত সবগুলি

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট

৯) মনোবিদগণ কোন সময়কে মানব জীবনের ভিত্তিকাল (Foundation Stage) বলেছেন?
[A] শৈশবকাল
[B] প্রান্তিক বাল্যকাল
[C] প্রারম্ভিক বাল্যকাল
[D] কৈশোর কাল
উঃ [A] শৈশবকাল

১০) কে কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন?
[A] মন্তেসরি
[B] ফ্রয়েবেল
[C] রুশো
[D] ডিউই
উঃ [B] ফ্রয়েবেল

১১) ‘কিন্ডারগার্টেন’ শব্দের অর্থ কি?
[A] শিশুর বৃদ্ধি
[B] শিশুর গৃহ
[C] শিশুর চাহিদা
[D] শিশু উদ্যান
উঃ [D] শিশু উদ্যান

১২) নার্সারি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
[A] স্পেনসার
[B] মার্গারেট ম্যাকমিলান এবং র‍্যাচেল ম্যাকমিলান
[C] জন ডিউই
[D] মন্তেসরি
উঃ [B] মার্গারেট ম্যাকমিলান এবং র‍্যাচেল ম্যাকমিলান

১৩) ICDS প্রকল্প শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত?
[A] প্রাক-প্রাথমিক
[B] প্রাথমিক
[C] মাধ্যমিক
[D] উচ্চ প্রাথমিক
উঃ [A] প্রাক-প্রাথমিক

১৪) ICDS প্রকল্পটি কবে চালু হয়?
[A] 1984 সালে
[B] 1992 সালে
[C] 2002 সালে
[D] 1975 সালে
উঃ [D] 1975 সালে

১৫) অঙ্গনওয়াড়ি কর্মীগন কোন বয়সের শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করেন?
[A] 2 থেকে 4 বছর
[B] 2 থেকে 6 বছর
[C] 3 থেকে 6 বছর
[D] 3 থেকে 5 বছর
উঃ [C] 3 থেকে 6 বছর

Primary TET Practice Set PDF Download

শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Practice Set: Download Now

This post was last modified on October 16, 2022 1:31 am

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৮

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

6 hours ago

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

2 days ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

2 days ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

3 days ago