Share

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET Environmental Studies Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET Practice Set (EVS)

১) বারিমন্ডলের কত শতাংশ জল সুপেয় জলের অন্তর্গত?
[A] 2.5%
[B] 4%
[C] 6%
[D] 10%
উঃ [A] 2.5%

২) বিশ্বের গভীরতম সমুদ্রখাতটি হলো-
[A] জাপান খাত
[B] মারিয়ানা খাত
[C] কিউরাইল খাত
[D] কোঙ্গা খাত
উঃ [B] মারিয়ানা খাত

৩) নিম্নলিখিত কোনটি স্বভোজী?
[A] চড়াই
[B] সিংহ
[C] ফাইটোপ্ল্যাক্টন
[D] কৃমি
উঃ [C] ফাইটোপ্ল্যাক্টন

৪) সমুদ্রের জলের প্রধান লবন হলো-
[A] ম্যাগনেসিয়াম ক্লোরাইড
[B] সোডিয়াম ক্লোরাইড
[C] সোডিয়াম সালফেট
[D] পটাশিয়াম ক্লোরাইড
উঃ [B] সোডিয়াম ক্লোরাইড

৫) পৃথিবীর অধিকাংশ স্থলভাগ কোন গোলার্ধে অবস্থিত?
[A] উত্তর গোলার্ধে
[B] দক্ষিণ গোলার্ধে
[C] দক্ষিণ-পশ্চিম দিকে
[D] কোনটিই নয়
উঃ [A] উত্তর গোলার্ধে

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট-

৬) আধুনিক মৃত্তিকা বিজ্ঞানের প্রবক্তা কাকে বলা হয়?
[A] ডকুচেভ
[B] কুলম্ব
[C] জে. ভন. লিগ
[D] মারবটি
উঃ [B] কুলম্ব

৭) পেডোলজির জনক বলা হয়-
[A] মারবট
[B] জেনি
[C] ডকুচেভ
[D] জফি
উঃ [C] ডকুচেভ

৮) মাটির খনিজ উপাদানের মধ্যে খনিজ উপাদানের পরিমাণ-
[A] 50%
[B] 45%
[C] 60%
[D] 5%
উঃ [B] 45%

৯) আদ্র মৃত্তিকার গ্যাসীয় উপাদানের পরিমাণ হলো-
[A] 20%
[B] 30%
[C] 40%
[D] 15%
উঃ [A] 20%

১০) শুষ্ক মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ-
[A] 20%
[B] 25%
[C] 30%
[D] 40%
উঃ [C] 30%

১১) মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ-
[A] 5%
[B] 10%
[C] 8%
[D] 0.2%
উঃ [A] 5%

প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ১

১২) কে প্রথম জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা বলেন?
[A] জে. ভন. লিগ
[B] ডকুচেভ
[C] হিলগার্ড
[D] জফি
উঃ [A] জে. ভন. লিগ

১৩) s = f(cl, o, r, p, t…..) এই সমীকরনটি কার?
[A] জেনি
[B] ডকুচেভ
[C] USDA
[D] মারবাট
উঃ [A] জেনি

১৪) বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় কোন গ্যাসের বৃদ্ধি হয়?
[A] অক্সিজেন
[B] কার্বন-ডাই-অক্সাইড
[C] নাইট্রোজেন
[D] কোনটিই নয়
উঃ [C] নাইট্রোজেন

১৫) প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয় -এই সূত্রটি কার?
[A] ওয়ার্মিং
[B] জফি
[C] তারিল
[D] ভ্যান্ট অফ
উঃ [D] ভ্যান্ট অফ

Primary TET Practice Set PDF Download

পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Practice Set: Download  Now

This post was last modified on October 17, 2022 4:21 pm

সর্ব শেষ প্রকাশিত

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 30 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

37 mins ago

৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ তারিখ অর্থাৎ ৮ই মে প্রকাশিত হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

20 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | কোন কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট দেখা যাবে?

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: শেষ পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে দিল মধ্য শিক্ষা…

22 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 29 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

WB HS Result 2024 | উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর রেজাল্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা চলছিল রাজ্যের শিক্ষা মহলে।…

2 days ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

3 days ago