প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১৩: পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর
এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) যে জীবটি কৃষকের বন্ধু সেটি হল-
[A] গঙ্গাফড়িং
[B] ইঁদুর
[C] কেঁচো
[D] আরশোলা
উঃ [C] কেঁচো
২) একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হল-
[A] টালপা
[B] একিডনা
[C] টেরোপাস
[D] লেমুর
উঃ [B] একিডনা
৩) তসর রেশম উৎপন্ন করে-
[A] Antheraca mylitta
[B] Bombyx mori
[C] Philosomia ricini
[D] Antheraca assamensis
উঃ [A] Antheraca mylitta
৪) একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে কটি হাড় থাকে?
[A] 204 টি হাড়
[B] 206 টি হাড়
[C] 208 টি হাড়
[D] 214 টি হাড়
উঃ [B] 206 টি হাড়
৫) মানবদেহে বৃহৎ পেশিটি কোথায় থাকে?
[A] হাত
[B] কোমর
[C] ঘাড়
[D] পা
উঃ [B] কোমর
৬) মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কর্ণিয়া?
[A] হৃদপিণ্ড
[B] বৃক্ক
[C] চোখ
[D] কান
উঃ [C] চোখ
৭) পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি?
[A] রয়েল বেঙ্গল টাইগার
[B] হাতি
[C] একশৃঙ্গ গন্ডার
[D] মেছো বিড়াল
উঃ [D] মেছো বিড়াল
৮) ‘অরিজিন অফ স্পিসিস’ গ্রন্থটির লেখক হলেন-
[A] রেলফ এসার জন
[B] ই পি ওডাম
[C] এ পি গোদরেজ
[D] স্যার চার্লস ডারউইন
উঃ [D] স্যার চার্লস ডারউইন
৯) ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয়-
[A] 2002 সালে
[B] 1995 সালে
[C] 1992 সালে
[D] 1982 সালে
উঃ [A] 2002 সালে
১০) ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালের?
[A] 1972
[B] 2002
[C] 1992
[D] 1909
উঃ [A] 1972
১১) জীব বৈচিত্র্যে প্রথম দেশ হল-
[A] চিন
[B] ব্রাজিল
[C] ইন্দোনেশিয়া
[D] মাদাগাস্কার
উঃ [B] ব্রাজিল
১২) আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়?
[A] 2 মে
[B] 22 মে
[C] 30 মার্চ
[D] 9 মে
উঃ [B] 22 মে
১৩) Father of Biodiversity কাকে বলা হয়?
[A] রোজেন
[B] উইলসন
[C] রেমন্ড দাসমান
[D] কেউই নন
উঃ [B] উইলসন
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৪) বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি?
[A] 30 টি
[B] 42 টি
[C] 47 টি
[D] 53 টি
উঃ [D] 53 টি
১৫) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি কোথায় অবস্থিত?
[A] গুয়াহাটি
[B] জলপাইগুড়ি
[C] হাওড়া
[D] মিজোরাম
উঃ [C] হাওড়া
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now