প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১৪: পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর
এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হল-
[A] 30 টি
[B] 34 টি
[C] 40 টি
[D] 45 টি
উঃ [B] 34 টি
২) ভারতে হটস্পটের সংখ্যা-
[A] 2 টি
[B] 4 টি
[C] 6 টি
[D] 8 টি
উঃ [B] 4 টি
৩) কোনটি ইন-সিটু সংরক্ষণ -এর উদাহরণ?
[A] জাতীয় উদ্যান
[B] বন্যপ্রাণী অভয়ারণ্য
[C] বায়োস্ফিয়ার রিজার্ভ
[D] সবকটি
উঃ [D] সবকটি
৪) ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো-
[A] জিম করবেট
[B] পান্না
[C] ইন্দিরা গান্ধী
[D] বান্ধবগড়
উঃ [A] জিম করবেট
৫) কোথায় রামসার সম্মেলন হয়?
[A] ব্রাজিল
[B] ইরাক
[C] ইরান
[D] চীন
উঃ [C] ইরান
৬) গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] তামিলনাড়ু
[C] পশ্চিমবঙ্গ
[D] কেরল
উঃ [A] গুজরাট
৭) ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
[A] পান্না
[B] নীলগিরি
[C] মানস
[D] সুন্দরবন
উঃ [B] নীলগিরি
৮) জাতীয় উদ্যান হল একপ্রকার-
[A] এক্স- সিটু সংরক্ষণ
[B] ইন-সিটু সংরক্ষণ
[C] A, B উভয়
[D] কোনোটিই নয়
উঃ [B] ইন-সিটু সংরক্ষণ
৯) নিম্নলিখিত কোনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ নয়-
[A] জিবমন্ডল সংরক্ষণ
[B] বোটানিক্যাল উদ্যান
[C] ন্যাশনাল পার্ক
[D] ম্যানগ্রোভ অরণ্য
উঃ [B] বোটানিক্যাল উদ্যান
১০) জীব বৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কোনটি?
[A] বসত এলাকায় দূষণ
[B] বাইরের প্রজাতির আগমন
[C] জিন বিস্ফোরণ
[D] প্রাকৃতিক বাসভূমি ধ্বংস
উঃ [D] প্রাকৃতিক বাসভূমি ধ্বংস
১১) পৃথিবীর বৃহত্তম তৃণভূমির নাম কি?
[A] প্রেইরি
[B] ভেল্ড
[C] সাভানা
[D] স্টেপস
উঃ [D] স্টেপস
১২) বোতলের ছিপি কোন গাছের ফল থেকে তৈরী হয়?
[A] ল্যাভোন্ডার
[B] জারা
[C] ওক
[D] জলপাই
উঃ [C] ওক
১৩) কোন অরণ্য নরম কাঠের অরণ্য নামে পরিচিত?
[A] নিরক্ষীয় চিরহরিৎ
[B] ক্রান্তীয় পর্ণমোচী
[C] ভূমধ্যসাগরীয় অরণ্য
[D] সরলবর্গীয় অরণ্য
উঃ [D] সরলবর্গীয় অরণ্য
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৪) পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কী?
[A] সেলভা
[B] তৈগা
[C] হিমালয় অরণ্যাঞ্চল
[D] কোনোটিই না
উঃ [B] তৈগা
১৫) জাতীয় অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়?
[A] 1- 7 জুলাই
[B] 8- 14 জুলাই
[C] 14- 18 জুলাই
[D] 18- 24 জুলাই
উঃ [B] 8- 14 জুলাই
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now