প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১৬: পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর
এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) ভোপাল গ্যাস দুর্ঘটনা (1984) ঘটে কবে?
[A] 3 ডিসেম্বর
[B] 4 ডিসেম্বর
[C] 5 ডিসেম্বর
[D] 6 ডিসেম্বর
উঃ [A] 3 ডিসেম্বর
২) চের্নোবিল দুর্ঘটনা ঘটে-
[A] 1986 সালের, 27 এপ্রিল
[B] 1986 সালের, 26 এপ্রিল
[C] 1986 সালের, 24 এপ্রিল
[D] 1986 সালের, 23 এপ্রিল
উঃ [B] 1986 সালের, 26 এপ্রিল
৩) কোন উপাদান জলের BOD বৃদ্ধি করে?
[A] সারা
[B] অ্যালগি
[C] মস
[D] সবকটি
উঃ [B] অ্যালগি
৪) মোটরগাড়ি থেকে নির্মিত ধাতব দূষকটি হল-
[A] পারদ
[B] সিসা
[C] ক্যাডমিয়াম
[D] ক্লোরিন
উঃ [B] সিসা
৫) MAB -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] প্যারিস
[B] গ্লাড
[C] লন্ডন
[D] ভিয়েনা
উঃ [A] প্যারিস
৬) জেট বিমান থেকে নির্গত প্রধান এরোসল হলো-
[A] CO2
[B] CH4
[C] ফ্লোরোকার্বন
[D] SO2
উঃ [C] ফ্লোরোকার্বন
৭) ইটাই-ইটাই রোগের জন্য দায়ী মৌল-
[A] Pb
[B] As
[C] Cd
[D] Mg
উঃ [C] Cd
৮) কোন নদীতে BOD বেশি হলে বুঝতে হবে-
[A] কোনো দূষণ নয়
[B] অজৈব রাসায়নিক পদার্থের দ্বারা দূষিত
[C] জৈব রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত
[D] কোনোটিই নয়
উঃ [C] জৈব রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত
৯) পানীয় জলে pH মাত্রা হলো-
[A] 4.0- 6.0
[B] 5.0- 8.0
[C] 6.5- 8.5
[D] 8.5- 10.5
উঃ [C] 6.5- 8.5
১০) কত সালে পরিবেশ সংরক্ষণ আইন তৈরি হয়?
[A] 1980 সালে
[B] 1986 সালে
[C] 1990 সালে
[D] 1985 সালে
উঃ [B] 1986 সালে
১১) 2013 সালে ভারতে কোন রাজ্যে হড়পা বান হয়েছিল?
[A] বিহার
[B] উত্তরাখণ্ড
[C] আসাম
[D] হিমাচল প্রদেশ
উঃ [B] উত্তরাখণ্ড
১২) আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়?
[A] 5 আগস্ট
[B] 16 সেপ্টেম্বর
[C] 11 জুলাই
[D] 5 জুন
উঃ [B] 16 সেপ্টেম্বর
১৩) কোন দূষণকে বিশ্ব দূষণ বলে?
[A] বায়ু দূষণ
[B] জল দূষণ
[C] মৃত্তিকা দূষণ
[D] শব্দ দূষণ
উঃ [D] শব্দ দূষণ
১৪) গ্রীন বেঞ্চ গঠন করার উদ্দেশ্য কি?
[A] বায়ু, জল দূষণ, পরিবেশ সংরক্ষণ অসুবিধা দূর করা
[B] শিল্প কারখানা বজ্র পদার্থ দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ
[C] দুর্গন্ধ থেকে পচা দুর্গন্ধ প্রতিরোধ
[D] সবকটি
উঃ [D] সবকটি
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৫) রামসার ক্ষেত্র নীচের কোনটির সাথে সম্পর্কিত?
[A] বনভূমি
[B] জলভূমি
[C] মালভূমি
[D] সমভূমি
উঃ [B] জলভূমি
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now