আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
এক নজরে
Primary TET EVS Practice Set
১) গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি?
[A] মিথেন
[B] নাইট্রাস অক্সাইড
[C] কার্বন ডাইঅক্সাইড
[D] ওজন
উঃ [C] কার্বন ডাইঅক্সাইড
২) ম্যালেরিয়া রোগের জন্য দায়ী-
[A] ব্যাকটেরিয়া
[B] প্রোটোজোয়া
[C] ভাইরাস
[D] কোনটিই নয়
উঃ [B] প্রোটোজোয়া
৩) ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ-
[A] DDT
[B] BOD
[C] MIC
[D] CFC
উঃ [C] MIC
৪) ধোঁয়াশা কী?
[A] ধোঁয়া ও কুয়াশা
[B] ঘন ধোঁয়া
[C] ঘন কুয়াশা
[D] জলীয় বাষ্প
উঃ [A] ধোঁয়া ও কুয়াশা
৫) চেরনোবিল নিউক্লিয়ার বিপর্যয় সংঘটিত হয়েছিল কত সালে?
[A] 1984
[B] 1986
[C] 1950
[D] 1972
উঃ [B] 1986
৬) আলোক রাসায়নিক ধোঁয়াশার কারণ-
[A] O3, NO, CO2, PAN
[B] O3, SO2, NO, CO2
[C] O3, SO2, NO, PAN
[D] O2, H2O, H2SO4, PAN
উঃ [A] O3, NO, CO2, PAN
৭) বসুন্ধরা দিবস কবে পালিত হয়?
[A] 5 জুন
[B] 22 এপ্রিল
[C] 12 মার্চ
[D] 23 মে
উঃ [B] 22 এপ্রিল
৮) অম্ল বৃষ্টিতে pH -এর মান কত হয়?
[A] < 6
[B] < 7
[C] < 10
[D] < 5.6
উঃ [D] < 5.6
[quads id=10]
৯) কোন অক্সাইড থেকে অম্ল বৃষ্টি ঘটে?
[A] SO2
[B] NO2
[C] A, B উভয়
[D] কোনোটিই নয়
উঃ [C] A, B উভয়
১০) বায়ুদূষণের ফলে সৃষ্ট রোগ-
[A] সিলিকোসিস
[B] মিনামাটা
[C] ব্ল্যাকফুট
[D] এনকেফেলাইটিস
উঃ [A] সিলিকোসিস
১১) কোন উপায়ে বায়ু দূষণ রোধ করা যাবে?
[A] সবুজ উদ্ভিদ বপন করে
[B] কলকারখানার ধোঁয়া শোধন
[C] তাপবিদ্যুতের পরিবর্তে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে
[D] সবকটি
উঃ [D] সবকটি
১২) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী রাসায়নিক পদার্থটির নাম কি?
[A] মিথাইল আইসোসায়ানেট
[B] বেনজিন হেক্সাক্লোরাইড
[C] টাইনাইট্রোটলুন
[D] কোনোটিই নয়
উঃ [A] মিথাইল আইসোসায়ানেট
১৩) নদী দূষণের মাত্রা পরিমাপ করা যায়-
[A] ATP
[B] STP
[C] BOD
[D] WPL
উঃ [C] BOD
১৪) ব্ল্যাকফুট ডিজিজ কিসের জন্য হয়?
[A] আর্সেনিক
[B] অ্যাসবেসটস
[C] সীসা
[D] ক্যাডমিয়াম
উঃ [A] আর্সেনিক
| Primary TET EVS Practice Set | |
| পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
| পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৫) মিনামাটা রোগ কোথায় দেখা গিয়েছিল?
[A] কোরিয়া
[B] জাপান
[C] চীন
[D] রাশিয়া
উঃ [B] জাপান
[quads id=10]
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now








