প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১৮: পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর
এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হল-
[A] বর্জ্যের পুনর্ব্যবহার
[B] বর্জ্যের পুনর্নবীকরণ
[C] বর্জ্যের পরিমাণগত হার
[D] সবগুলি
উঃ [D] সবগুলি
২) স্বচ্ছ ভারত অভিযান চালু হয়-
[A] 2 সেপ্টেম্বর, 2015
[B] 2 অক্টোবর, 2014
[C] 5 ডিসেম্বর, 2015
[D] 5 অক্টোবর, 2014
উঃ [B] 2 অক্টোবর, 2014
৩) ইউট্রিফিকেশন দেখা যায়-
[A] মৃত্তিকায়
[B] শিলায়
[C] বায়ুমন্ডলে
[D] জলভাগে
উঃ [D] জলভাগে
৪) চেরনোবিল দুর্ঘটনা কিসের সাথে সম্পর্কিত?
[A] মিক গ্যাস
[B] কার্বন মনোক্সাইডের
[C] তেজস্ক্রিয় দূষণ
[D] সবগুলি
উঃ [C] তেজস্ক্রিয় দূষণ
৫) BOD -এর পুরো নাম কি?
[A] Biological Organic Demand
[B] Biological Orbit Development
[C] Biophere Organisation Department
[D] Biological Oxygen Demand
উঃ [D] Biological Oxygen Demand
৬) কলেরা, টাইফয়েড কি ঘটিত রোগ?
[A] বায়ুঘটিত
[B] জলঘটিত
[C] তেজস্ক্রিয়ঘঠিত
[D] সবগুলি
উঃ [B] জলঘটিত
৭) কোনটি তেজস্ক্রিয় দূষক?
[A] ইউরেনিয়াম
[B] কয়লা
[C] থোরিয়াম
[D] সবকটি
উঃ [D] সবকটি
৮) তরল বর্জ্য হল–
[A] চর্বি
[B] তৈল গ্ৰিজ
[C] ফেনল
[D] সবকটি
উঃ [D] সবকটি
৯) গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি?
[A] মিথেন
[B] ইথেন
[C] প্রোপেন
[D] ক্লোরিন
উঃ [A] মিথেন
১০) পৃথিবীর গড় উষ্ণতা কত?
[A] 12°C
[B] 13°C
[C] 14°C
[D] 15°C
উঃ [D] 15°C
১১) ভারতের বৃহত্তম রামসার জলাভূমির নাম কি?
[A] চিল্কা হ্রদ
[B] কোলেরু হ্রদ
[C] ভারতীয় সুন্দরবন
[D] উলার হ্রদ
উঃ [C] ভারতীয় সুন্দরবন
১২) ভারতের কোন রাজ্যের জলাভূমির আয়তন সর্বাধিক?
[A] পশ্চিমবঙ্গ
[B] উত্তরপ্রদেশ
[C] গুজরাট
[D] অন্ধ্রপ্রদেশ
উঃ [C] গুজরাট
১৩) বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়?
[A] 5 জুন
[B] 2 ফেব্রুয়ারি
[C] 5 সেপ্টেম্বর
[D] 1 জুন
উঃ [B] 2 ফেব্রুয়ারি
১৪) পৃথিবীর বৃক্ক কাকে বলা হয়?
[A] বনভূমি
[B] জলাভূমি
[C] বায়ুমণ্ডল
[D] কোনোটিই নয়
উঃ [B] জলাভূমি
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৫) ‘Environmental Ethics’ কথাটির প্রবর্তন করেন-
[A] Aldo Leopold
[B] Lynn White
[C] Garrett Hardin
[D] Rachel Carson
উঃ [D] Rachel Carson
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now