পরীক্ষা প্রস্তুতি

প্রাইমারি টেট গণিত পেডাগজি প্র্যাকটিস সেট- ২: গণিত পেডাগজি বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

Share

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে গণিত পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।

Primary TET Mathematics Pedagogy Practice Set

১) কোন খবরের কাগজ থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের তথ্য?
[A] প্রাথমিক তথ্য
[B] গৌণ তথ্য
[C] গুণগত তথ্য
[D] পরিমাণগত তথ্য
উঃ [B] গৌণ তথ্য

২) গণিতে ব্যাখ্যাদানের ভাষা নিম্মে কার সঙ্গে সম্পর্কিত?
[A] মনশ্চালনমূলক মাত্রার সঙ্গে
[B] অনুভূতিমূলক মাত্রার সঙ্গে
[C] জ্ঞানমূলক মাত্রার সঙ্গে
[D] সবগুলি
উঃ [B] অনুভূতিমূলক মাত্রার সঙ্গে

৩) “সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট” (Assessment by Peers) কোন ধরনের অ্যাসেসমেন্টের সঙ্গে সম্পর্কিত?
[A] অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট
[B] বাহিক্য অ্যাসেসমেন্ট
[C] স্ব-অ্যাসেসমেন্ট
[D] প্রস্তুতকালীন অ্যাসেসমেন্ট
উঃ [D] প্রস্তুতকালীন অ্যাসেসমেন্ট

৪) কোন শিক্ষার্থী একটি গণিত শিখতে বারবার ব্যর্থ হচ্ছে, কি করা হবে?
[A] গণিতটি বাদ দিয়ে অন্য বিষয়ে যেতে হবে
[B] গণিতটি যতক্ষণ না হয় ততক্ষণ চেষ্টা করে যাবে
[C] শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে
[D] ছাত্রটিকে গণিতটি না করার জন্য প্রহার করবেন
উঃ [C] শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে

৫) নিচের কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির স্তর নয়?
[A] বিষয়বস্তু নির্বাচন
[B] সুস্পষ্ট নির্দেশনা দান
[C] নির্দিষ্ট উদ্দেশ্য স্থিরীকরণ
[D] পরিকল্পনা
উঃ [B] সুস্পষ্ট নির্দেশনা দান

৬) গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয়-
[A] সরলতা
[B] সঠিকতা
[C] নির্ভুলতা
[D] স্পষ্টতা
উঃ [C] নির্ভুলতা

৭) গণিত এবং ভাষার মধ্যে-
[A] সম্পর্ক আছে
[B] সম্পর্ক নেই
[C] বিপরীতধর্মী সম্পর্ক আছে
[D] কোনোটিই নয়
উঃ [A] সম্পর্ক আছে

৮) জ্যামিতির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়-
[A] ভারতে
[B] গ্রিসে
[C] রোমে
[D] মিশরে
উঃ [D] মিশরে

৯) গণিতের প্রকৃতি হল-
[A] গাণিতিক প্রক্রিয়া সর্বদাই যুক্তিধর্মী
[B] গাণিতিক জ্ঞান পরিমাণধর্মী
[C] গাণিতিক পদ্ধতিগুলি বিচারমূলক
[D] উপরের সবগুলি
উঃ [D] উপরের সবগুলি

১০) গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির উদ্ভাবন করেন?
[A] নিউটন
[B] লাইবনিৎস
[C] টেলর
[D] লুই কোশি
উঃ [D] লুই কোশি

১১) গণিতে প্রস্তুতকালীন মূল্যায়ন যেটি তা হল-
[A] ব্যবহারিক পরীক্ষা
[B] পার্বিক পরীক্ষা
[C] বার্ষিক পরীক্ষা
[D] একক পরীক্ষা
উঃ [D] একক পরীক্ষা

১২) ভারতীয় শিক্ষামন্ত্রক কর্তৃক প্রণীত নিচের কোনটি গণিত শিক্ষার লক্ষ্যগুলির অন্তর্গত নয়?
[A] শিক্ষার্থীর গাণিতিক জ্ঞানের যথার্থ বিকাশ সাধন করা
[B] শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্তিত করা
[C] সংখ্যা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা
[D] বিমুর্ত চিন্তনে সাহায্য করা
উঃ [C] সংখ্যা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা

আরও পড়ুনঃ
প্রাইমারি টেট বাংলা প্রাকটিস সেট
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট
প্রাইমারি টেট পেডাগজি প্রাকটিস সেট

১৩) নিচের কোনটি সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য নয়?
[A] এই মূল্যায়ন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে সাহায্য করে
[B] শিক্ষার্থীদের ভুল-ত্রুটিগুলির সংশোধন করে
[C] স্ব-মূল্যায়নের সাহায্য করে
[D] মূল্যায়ন প্রক্রিয়াটি বিষয়কেন্দ্রিক
উঃ [D] মূল্যায়ন প্রক্রিয়াটি বিষয়কেন্দ্রিক

১৪) গণিতের ভুল ধারণা নিরাময়ের উপায় হল-
[A] ঘন ঘন পরীক্ষার প্রয়োগ
[B] পর্যাপ্ত অনুশীলন করানো
[C] বাড়িতে অংক করতে দেওয়া
[D] সবকটিই
উঃ [D] সবকটিই

১৫) ভারতীয় সরকারি মুদ্রার নাম-
[A] রুপিয়া
[B] রুপি
[C] রুপা
[D] টাকা
উঃ [B] রুপি

Primary TET

This post was last modified on November 12, 2022 3:33 pm

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৮

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

3 hours ago

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

2 days ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago