চাকরির খবর

Primary TET: উদ্ধার হওয়া OMR শিট নিয়ে মন্তব্য পর্ষদ সভাপতির! জানুন বিস্তারিত

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে তোলপাড় রাজ্য। চলছে তদন্ত, মিলছে প্রমাণ। এরইমধ্যে সম্প্রতি নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে ২০২২ টেটের ‘ওএমআর শিট’ মিলতে পরিস্থিতি আরও ঘোরালো! এবার সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।

১১ই ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। পর্ষদের তরফে প্রতিশ্রুতি ছিল কোনোও প্রকার জালিয়াতি বরদাস্ত হবে না এবার। নিয়োগ হবে স্বচ্ছ পথে। সেই উদ্দেশ্যের বাস্তবায়নে পরীক্ষা কাঠামোকে ঢেলে সাজানো থেকে একাধিক পদক্ষেপ গ্রহণের নিদর্শন এবারের টেট। তবে সম্প্রতি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে মেলে চাঞ্চল্যকর তথ্য। হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইডি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ডায়েরি উদ্ধার করে। আর এই সকল নথিপত্রের মধ্যেই মেলে ২০২২ প্রাইমারি টেটের বেশ কিছু পরীক্ষার্থীর ওএমআর শিট, অ্যাডমিট কার্ডের প্রতিলিপি। যা ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। তবে এবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখলেন পর্ষদ সভাপতি।

চাকরির খবরঃ রাজ্যে IRCTC -তে কর্মী নিয়োগ

join Telegram

এদিন সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতির বক্তব্য, উদ্ধার হওয়া ওএমআর শিটের প্রতিলিপিগুলি আসলে পরীক্ষার্থীদের কপিগুলি। তবে অরিজিনাল উত্তরপত্রগুলি পর্ষদের কাছেই রয়েছে। ২০২২ টেট পরীক্ষার্থীদের সব ওএমআর শিটগুলি সুরক্ষিত অবস্থায় আছে। সঠিক সময়ে ফলপ্রকাশ করবে পর্ষদ। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুরোধ, সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে বিভ্রান্ত হবেন না আপনারা।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

প্রসঙ্গত, এবারের প্রাইমারি টেটের নিয়ম অনুসারে উত্তরপত্রের একটি প্রতিলিপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পেরেছিলেন। পর্ষদ সভাপতির দাবি, উদ্ধার হওয়া ওএমআর শিটগুলি আদতে পরীক্ষার্থীদের কাছে থাকা কপিগুলি। এদিকে, টেট পরীক্ষার্থীদের ওএমআর শিটগুলি কিভাবে কুন্তল ঘোষের ফ্ল্যাটে পৌছলো তা নিয়ে তদন্ত চলছে। যদিও জেরার মুখে কুন্তল ঘোষের দাবি, আরটিআইয়ের মাধ্যমে পেয়েছিলেন ওএমআর শিটগুলি। তবে বিষয়টি নিয়ে বিতর্ক থামেনি। এছাড়া নিয়োগ দুর্নীতি কান্ডের চক্র এখনও সক্রিয় কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

FB Join

Related Articles